ভোটে বাহিনী চেয়ে ৫ রাজ্যকে চিঠি পাঠাল নবান্ন

পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় ভিন রাজ্য থেকে বাহিনী চেয়ে চিঠি দিল নবান্ন। ৫টি রাজ্যের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

Updated By: Apr 28, 2018, 02:47 PM IST
ভোটে বাহিনী চেয়ে ৫ রাজ্যকে চিঠি পাঠাল নবান্ন

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় ভিন রাজ্য থেকে বাহিনী চেয়ে চিঠি দিল নবান্ন। ৫টি রাজ্যের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, অসম, উড়িষ্যা, পঞ্জাব, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ এই ৫ রাজ্যের কাছে বাহিনী চেয়ে চিঠি পাঠিয়েছে নবান্ন। ভোটের জন্য ৪ থেকে ৫ কোম্পানি করে বাহিনী চাওয়া হয়েছে চিঠিতে। ১৪ মে একদফায় পঞ্চায়েত ভোট। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা নিয়ে সরব হয় বিরোধীরা। ভোটে যথাযথ নিরাপত্তার দাবিতে বার বার আধাসেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিভিন্ন পক্ষ। কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছে নবান্ন।

আরও পড়ুন, পঞ্চায়েতে প্রশ্নে নিরাপত্তা, রাজ্য-কমিশনের কাছে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব হাইকোর্টের

এখন প্রতি রাজ্য থেকে যদি ৪ কোম্পানি করে বাহিনী আসে, তাহলে মোট ২০ কোম্পানি বাহিনী আসবে। ফলে রাজ্যের হাতে অতিরিক্ত ১৬ হাজার পুলিসকর্মী থাকবে। সেক্ষেত্রে স্পর্শকাতর থেকে অতি স্পর্শকাতর সব বুথেই সহজেই পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী রাজ্য সরকার।

আরও পড়ুন, নিরাপত্তা বড় বালাই, পঞ্চায়েত ভোটে ভিন রাজ্যের বাহিনী আনছে নবান্ন!

উল্লেখ্য, রাজ্যের হাতে থাকা মোট পুলিসকর্মীর সংখ্যা ৫৮ হাজার। এরমধ্যে সশস্ত্র পুলিসকর্মীর সংখ্যা ৪৬ হাজার। অন্যদিকে রাজ্যে মোট বুথের সংখ্যা ৫৮৪৬৭টি।

.