পঞ্চায়েত নির্বাচনের গণনাতেও থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা

পঞ্চায়েত নির্বাচনে মোট ৩৩০টি গণনাকেন্দ্র থাকছে। এক ঝলকে জেনে নিন, নিরাপত্তা রক্ষার্থে যে কমিশনের পদক্ষেপগুলি-

Updated By: May 16, 2018, 06:34 PM IST
পঞ্চায়েত নির্বাচনের গণনাতেও থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচনের গণনা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন। গণনা তাড়াতাড়ি করার দিকেও বিশেষ নজর দিচ্ছে কমিশন। এদিন বলা হয়, ২-৩ রাউন্ডের মধ্যে প্রতিটি বুথের গণনা শেষ করতে হবে। এছাড়া আরও বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

পঞ্চায়েত নির্বাচনে মোট ২৯১টি গণনাকেন্দ্র থাকছে। এক ঝলকে জেনে নিন, নিরাপত্তা রক্ষার্থে যে কমিশনের পদক্ষেপগুলি-

আরও পড়ুন:গণনা শেষ না হওয়া পর্যন্ত বিজয় মিছিল নয়, কড়া কমিশন

  • প্রত্যেক গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।
  • প্রতিটি গণনাকেন্দ্রে থাকছে সশস্ত্র নিরাপত্তা রক্ষী। 
  • গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা
  • গণনাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে থাকবে বিশেষ নিষেধাজ্ঞা, মোবাইল বাইরে জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে
  • যদিও এক্ষেত্রে কয়েকজন নির্বাচন আধিকারিককে ছাড় দেওয়া হয়েছে
  • ২-৩ রাউন্ডের মধ্যে গণনা শেষ করতে জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে গণনাকেন্দ্রে টেবিলের সংখ্যাও বাড়াতে পারে কমিশন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন আরও একটি বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। গণনা শেষ হওয়ার আগেই কোনও বিজয়মিছিল করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। 

বুধাবার পুনর্নির্বাচনের দিনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসে। মালদার রতুয়ায় অস্ত্র হাতে দুষ্কৃতীদের বুথের বাইরে দাপিয়ে বেড়াতে দেখা যায়। তবে বহিরাগতদের প্রবেশ রুখতে এদিন প্রত্যেক জায়গাতেই পুলিস ছিল অতি তত্পর। 
 

 

.