WB Panchayat Election 2023: বিরোধী শূন্য ৯ জেলা, তৃণমূলের জয়জয়কার জেলা পরিষদে

মোট ৯২৮টি জেলা পরিষদ আসনের মধ্যে ৫৯২টি  জয় পেয়ে গিয়েছে তৃণমূল। এগিয়ে আছে আরও ১৮৮টি জেলা পরিষদে আসনে। 

Updated By: Jul 12, 2023, 01:58 PM IST
WB Panchayat Election 2023: বিরোধী শূন্য ৯ জেলা, তৃণমূলের জয়জয়কার জেলা পরিষদে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চব্বিশে লোকভা ভোটের আগে তেইশের পঞ্চায়েত ভোট ছিল তৃণমূলের কাছে অ্যাসিড টেস্ট। কার খুঁটির জোর কত বেশি? সব রাজনৈতিক দলেরই সেই জমি মাপার জায়গা ছিল এই পঞ্চায়েত ভোট। ফল বেরতেই দেখা গেল রাজ্যজুড়ে জেলা পরিষদে তৃণমূলের জয়জয়কার। 

পরিসংখ্যান বলছে, ৯ জেলায় জেলা পরিষদে দাঁত বসাতে পারেনি বিরোধীরা। বিরোধী শূন্য ৯ জেলা পরিষদ। খাতা-ই খুলতে পারেনি বিরোধীরা। আর বাকিগুলোতেও জয় তৃণমূলেরই। রাজ্যের মোট ৯২৮টি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়। এরমধ্যে জেলা পরিষদের মোট ৫৯২টি  জয় পেয়ে গিয়েছে তৃণমূল। এগিয়ে আছে আরও ১৮৮টি জেলা পরিষদে আসনে। তৃণমূলের সাফল্যের নিরিখে ধারে কাছেও নেই বিজেপি বা বামেরা। বিজেপি ঝুলিতে পুরেছে ১৮টি জেলা পরিষদ আসন, এগিয়ে আছে ৯টি আসনে। কংগ্রেস জিতেছে মাত্র ৬টি আসনে, এগিয়ে আছে ৭টি আসনে। আর সিপিআইএম জিতেছে মাত্র ২টি আসন, এগিয়ে আছে ১টিতে।

উত্তরে জলপাইগুড়ি, দক্ষিণ জিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলা পরিষদগুলি বিরোধী শূন্য। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এই তথ্য-ই পাওয়া যাচ্ছে। একমাত্র পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদে বেশ খানিকটা লড়াই দিয়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে মোট ৮টি আসনে জিতেছে বিজেপি, এগিয়ে আছে আরও ৫ আসনে। জেলা পরিষদের আসনের নিরিখে বাকি কোথাও আর দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি বিরোধীদের জেতা আসনসংখ্যা।

আরও পড়ুন, WB Panchayat Election 2023: গণনার পরেই মারধর-ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.