সংঘাত! কমিশনের চাহিদা মেনে পর্যবেক্ষক দিল না রাজ্য
সূত্রে জানা গিয়েছে, ১৭১ জন WBCS অফিসারকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রতি জেলায় ১ জন আইএএস পর্যবেক্ষক থাকবেন।
নিজস্ব প্রতিবেদন: পর্যবেক্ষক নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত।
কমিশনের চাহিদা মেনে প্রতি ব্লকে পর্যবেক্ষক দিল না রাজ্য। ৩৪২ ব্লকে পর্যবেক্ষক চেয়ে চিঠি দেয় কমিশন। কিন্তু কমিশনের দাবি মানল না রাজ্য। ৩৪২ টি ব্লকের প্রেক্ষিতে ১৭১ জন পর্যবেক্ষক দিল রাজ্য।
আরও পড়ুন: বিজেপি-র আর্জি খারিজ, পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট
সূত্রে জানা গিয়েছে, ১৭১ জন WBCS অফিসারকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রতি জেলায় ১ জন আইএএস পর্যবেক্ষক থাকবেন।
আরও পড়ুন: দমদম ক্যান্টনমেন্টে রেললাইনের ধারে বোমা বিস্ফোরণ, জখম ১
ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশন রাজ্যের কাছে ৫৬ হাজার সশস্ত্র বাহিনী চায়। এর পাশপাশি ৩ লক্ষ ভোটকর্মীরও আবেদন জানায় কমিশন। দার্জিলিং বাদ দিয়ে রাজ্যের ২০টি জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে। গোটা রাজ্যে এবার ভোটারের সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ। মোট পোলিং স্টেশন ৫৮৪৬৭।