স্বামীর কাছ থেকে আইফোন না পেয়ে আত্মঘাতী স্ত্রী

Updated By: Nov 3, 2017, 12:09 PM IST
স্বামীর কাছ থেকে আইফোন না পেয়ে আত্মঘাতী স্ত্রী

নিজস্ব প্রতিনিধি : খেলা দেখে প্রেমে পড়া। এরপর বাড়ির অমতেই প্রেম করে বিয়ে। আর তাই গত ৮ বছর ধরে বাড়িতে স্ত্রীকে নিয়ে ঠাঁই হয়নি কাটোয়ার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নয়ন মোদকের। কখনও এই শহরে, তো কখনও ওই গ্রামে বাড়ি ভাড়া করে থাকতে হয় তাঁদের। বছর চারেক আগে একটি শিশুকন্যাও হয় তাদের। কিন্তু, তার দিকে তাকিয়েও নিজেদের অবস্থানে অনড় থেকে যায় নয়নের পরিবার। এতদিন ধরে কার্যত মুখ বুজেই সহ্য করে গেছেন জাতীয় স্তরের কাবাডি খেলয়ার নয়নের স্ত্রী লতিফা। মাস দু'য়েক আগে স্বামীর কাছে একটি আইফোন ও একটি বক্স খাট চেয়েছিলেন তিনি। কিন্তু, হটেল ব্যবসায়ী নয়নের পক্ষে এখনই স্ত্রীয়ের সেই আবদার মেটানো সম্ভব ছিল না। আর তাই নিয়েই কয়েকদিন ধরে চলছিল অশান্তি। অবশেষে বৃহষ্পতিবার সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন মহিলা।

আরও পড়ুন- সম্পত্তি লিখিয়ে অসুস্থ মাকে হাসপাতালে রেখে চম্পট মেয়ের!

লতিফার পরিবারের অভিযোগ, নয়ন তাদের মেয়ের ওপর অত্যাচার চালাতো। সেই সঙ্গে তাঁর আত্মহত্যায় প্ররোচনাও দিয়েছেন নয়ন বলে তাদের অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে পুলিসের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন তারা।

.