Malbazar: জাতীয় সড়কে হাতি! থমকে গেল গাড়ি চলাচল...

Malbazar: বুধবার মালবাজার মহকুমার লাটাগুড়ি জঙ্গল-সংলগ্ন মহাকাল মন্দিরের কাছে জাতীয় সড়কে একটি বিশাল হাতি এক জঙ্গল থেকে বেরিয়ে অন্য জঙ্গলে যাচ্ছিল।

Updated By: Mar 13, 2024, 06:25 PM IST
Malbazar: জাতীয় সড়কে হাতি! থমকে গেল গাড়ি চলাচল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার মালবাজার মহকুমার  লাটাগুড়ি জঙ্গল-সংলগ্ন মহাকাল মন্দিরের কাছে জাতীয় সড়কে এক বিশাল হাতি এক জঙ্গল থেকে বেরিয়ে অন্য জঙ্গলে যাচ্ছিল। সেই সময়ে হাতিটি দাঁড়িয়ে পড়ে। জাতীয় সড়কের মাঝখানে হাতি দাঁড়িয়ে থাকায় রাস্তার দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। প্রায় এক থেকে দেড় ঘণ্টা জাতীয় সড়কে দাঁড়িয়েছিল হাতিটি।

আরও পড়ুন: Frankfurt | Germany: রমজানের আলোয় সেজে উঠল জার্মানি! ইতিহাসে এই প্রথম...

এই রাস্তায় মাঝে-মধ্যেই হাতির দেখা মেলে। এটা এখানকার চেনা ছবি। তবে এই ভাবে এতক্ষণ এর আগে কখনও রাস্তায় দাঁড়িয়ে থাকেনি হাতি। এদিন বুনো হাতি এতক্ষণ সড়কে দাঁড়িয়ে থাকার ফলে নাজেহাল হন পথচলতি মানুষজন। সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্কও তৈরি হয়। থেমে যায় গাড়ি। তৈরি হয় সাময়িক যানজটও। কেউ কেউ আবার মোবাইলে ছবিও তোলে হাতির। অবশেষে ঘটনা স্থলে আসেন বনকর্মীরা। এরপর হাতিটি আবার জঙ্গলে ফিরে যায়। এই ভাবে জঙ্গলে মাঝখানে এত বড় হাতি দাঁড়িয়ে থাকার কারনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। 

তবে এরকম সড়কে বা লোকালয়ে নয়, হাতি কিছুদিন আগে সটান হাজির হয়েছিল রিসর্টে! জলপাইগুড়ি গরুমারা-সংলগ্ন লাটাগুড়ি এলাকার এক বেসরকারি রিসর্টে এভাবে হাতির অনুপ্রবেশে সেবার তৈরি হয়েছিল চাঞ্চল্য। শুধু চাঞ্চল্য নয়, একপ্রকার আনন্দের পরিবেশও তৈরি হয়েছিল সেই রাতে। রিসর্ট কর্তৃপক্ষ তো বটেই, পাশাপাশি ওই রিসর্টে আসা পর্যটকদের কানে হাতি আসার খবর পৌঁছতেই তাঁরাও আনন্দিত হন। রিসর্টের ভেতরে থেকেই হাতির দর্শন পেয়ে যান তাঁরা। 

আরও পড়ুন: Guru Dutt: দীপিকার আগেই বলিউডে এসেছিলেন এই 'পাডুকোন', বদলে দিয়েছিলেন হিন্দি ছবির দুনিয়াটাই...

ওই বেসরকারি রিসর্টের মালিক জানিয়েছিলেন, রিসর্টের পিছনের গেট দিয়ে একটি হাতি রাত ৯টা নাগাদ রিসর্টটিতে প্রবেশ করে। কিছুক্ষণ এলাকায় ঘুরে ফের জঙ্গলে ফিরে যায় এটি। কোনও হামলা চালায়নি। কাউকে আক্রমণ করেনি। সামনাসামনি হাতির দর্শন পেয়ে ভয় পেলেও পর্যটকেরাও ভীষণ আনন্দিত। শুধু রিসর্ট নয়, ওই এলাকারও কোনও ক্ষতি করেনি হাতিটি। খুবই স্বল্প সময়েরই ঘটনা। তাই বন দফতরেও খবর দেওয়ার প্রয়োজন হয়নি বলে জানা গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.