সোনারপুর রথতলায় বাইকে করে এসে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবক খুন
গুলি করে যুবককে খুন। সোনারপুরের রথতলার এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। মৃতের নাম সৌমিত্র নাইয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতরাতে বাইকে দুই যুবক রথতলায় আসে। সেখানে তাঁদের একজনের সঙ্গে সৌমিত্রর বচসা শুরু হয়। এরপরই আচমকা সৌমিত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে, বাইক নিয়ে পালায় ওই দুজন। গুলিবিদ্ধ যুবককে স্থানীয়রাই সুভাষগ্রামে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে আটক করেছে পুলিস।
![সোনারপুর রথতলায় বাইকে করে এসে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবক খুন সোনারপুর রথতলায় বাইকে করে এসে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবক খুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/01/88574-shot-dead.jpg)
ওয়েব ডেস্ক : গুলি করে যুবককে খুন। সোনারপুরের রথতলার এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। মৃতের নাম সৌমিত্র নাইয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতরাতে বাইকে দুই যুবক রথতলায় আসে। সেখানে তাঁদের একজনের সঙ্গে সৌমিত্রর বচসা শুরু হয়। এরপরই আচমকা সৌমিত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে, বাইক নিয়ে পালায় ওই দুজন। গুলিবিদ্ধ যুবককে স্থানীয়রাই সুভাষগ্রামে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে আটক করেছে পুলিস।
আরও পড়ুন, GST-র ধাক্কায় লাটে উঠেছে ওষুধ বিক্রি, বিপদে রাজ্যের মানুষ