ভোটের স্বচিত্র পরিচয় পত্র দেখালে ছাড় মিলবে মোবাইল ও গয়নার দোকানে

ভোটের স্বচিত্র পরিচয় পত্র দেখালেই বিশেষ ছাড়। ছাড় মিলবে মোবাইলের দোকান থেকে গয়নার দোকানে। ভোটারদের বুথমুখী করতে নয়া উদ্যোগ নির্বাচন কমিশনের। জামাকাপড়,মুদিখানার দোকানের পর এবার ডিসকাউন্টের আওতায় এল গয়না ও মোবাইলের দোকানও। ভোট দেওয়ার পর হাতের কালি দেখালেও মিলবে ছাড়।বর্ধমানের কাটোয়ায় বেশকিছু দোকানে এপিক কার্ড দেখিয়ে শুরু হয়ে গেছে চৈত্রের কেনাকাটা। দেওয়াল লিখন করে ও ভোট সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পাওয়া যাবে এই বিশেষ ছাড়।