OMG! এও করতে পারে গুগল
বলুন দেখি গুগলের কাজ কী? সাধারণভাবে আমরা প্রত্যেকেই জানি এটি একটি সার্চ ইঞ্জিন। বিশ্বের প্রায় প্রতিটি তথ্যই নাকি রয়েছে গুগলে। সঠিকভাবে হোক বা একটু ভুল হলেও ক্ষতি নেই। গুগল কার্যত আপনার মনের ভাষা পড়ে নিয়েই নিজের মতো করে খুঁজে বের করে ফেলে সেই তথ্য।
ওয়েব ডেস্ক : বলুন দেখি গুগলের কাজ কী? সাধারণভাবে আমরা প্রত্যেকেই জানি এটি একটি সার্চ ইঞ্জিন। বিশ্বের প্রায় প্রতিটি তথ্যই নাকি রয়েছে গুগলে। সঠিকভাবে হোক বা একটু ভুল হলেও ক্ষতি নেই। গুগল কার্যত আপনার মনের ভাষা পড়ে নিয়েই নিজের মতো করে খুঁজে বের করে ফেলে সেই তথ্য।
আজকের টেক দুনিয়ায় ইন্টারনেট আমাদের কাজের প্রতিটি বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। আর তাতে গুগলের ভূমিকা সর্বাধিক। রান্নাঘর থেকে অফিসের ল্যাপটপ, পড়ার টেবিল থেকে ঘুমনোর বিছানা, সবজায়গাই ''তার" বিচরণ ক্ষেত্র।
আর এবার গুগলকে শুধু সার্চ ইঞ্জিন হিসেবেই নয় পাবেন অন্য রূপেও। কী সেই রূপ? নিচের ভিডিওতে ক্লিক করে নিজেই দেখে নিন।