যে কারণে ATM স্লিপ একদমই ফেলে দেওয়া উচিত নয়!

টাকা তোলার পর ATM  থেকে যে স্লিপ বেরিয়ে আসে, বেশিরভাগই সেই স্লিপ কাউন্টারেই ফেলে দেয়। কিন্তু বেশকিছু কারণে টাকা তোলার পর সঙ্গে সঙ্গে সেই স্লিপ কখনওই ফেলে দেওয়া উচিত নয়। কারণ ATM স্লিপ ফেলে দিলে পরবর্তীতে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।

Updated By: Sep 3, 2016, 02:38 PM IST
যে কারণে ATM স্লিপ একদমই ফেলে দেওয়া উচিত নয়!

ওয়েব ডেস্ক : টাকা তোলার পর ATM  থেকে যে স্লিপ বেরিয়ে আসে, বেশিরভাগই সেই স্লিপ কাউন্টারেই ফেলে দেয়। কিন্তু বেশকিছু কারণে টাকা তোলার পর সঙ্গে সঙ্গে সেই স্লিপ কখনওই ফেলে দেওয়া উচিত নয়। কারণ ATM স্লিপ ফেলে দিলে পরবর্তীতে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।

১) এই স্লিপই আপনার লেনদেনের প্রমাণ। কোনও গন্ডগোল হলে ব্যঙ্ক যখন স্টেটমেন্ট চাইবে, তখন এই স্লপিটাই হবে সবচেয়ে বড় প্রমাণ।

২) সাইবার ক্রাইম ঠেকাতে স্লিপ অত্যন্ত জরুরি। পড়ে থাকা স্লিপ থেকে কোড কালেক্ট করে নিয়ে হ্যাকাররা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে। তাই ATM স্লিপটি সবসময় নিরাপদে রাখা উচিত।

৩) অ্যাকাউন্টে থেকে টাকা চুরি হাতেনাতে ধরতে পারবেন আগের স্লিপটি আপনার কাছে থাকলে। খুব সহজেই জেনে যাবেন, আগে কত ব্যালেন্স ছিল। এখন কত ব্যালেন্স হল। টাকার পার্থক্যটা ঠিক আছে কি না।

.