ফেসবুক লাইভের পর এবার লাইভ স্ট্রিমিং অ্যাপ

টেক্সট, ফোটো, ভিডিওতে কথা বলা তো অনেক হল। সম্প্রতি ফেসবুকে শুরু হয়ে গেছে, প্রোফাইল ভিডিও এবং লাইভ স্ট্রিমিং অপশনও। এবার একেবারে লাইভ স্ট্রিমিং অ্যাপ!

Updated By: Apr 26, 2016, 10:29 AM IST
ফেসবুক লাইভের পর এবার লাইভ স্ট্রিমিং অ্যাপ

ওয়েব ডেস্ক : টেক্সট, ফোটো, ভিডিওতে কথা বলা তো অনেক হল। সম্প্রতি ফেসবুকে শুরু হয়ে গেছে, প্রোফাইল ভিডিও এবং লাইভ স্ট্রিমিং অপশনও। এবার একেবারে লাইভ স্ট্রিমিং অ্যাপ!

নতুন একটি ক্যামেরা অ্যাপ বানাচ্ছে ফেসবুক। যার মাধ্যমে করা যাবে লাইভ স্ট্রিমিং। এমনকী লাইভ স্ট্রিমিং চলাকালীন সেই ভিডিও রেকর্ড করেও রাখতে পারবেন ইউজার।  

বাজার ধরে রাখতে একের পর এক উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে আসছে ফেসবুক। আর এবার তাদের নতুন পরিকল্পনা স্ন্যাপচ্যাটের মতই একটি নিজস্ব অ্যাপ্লিকেশন নিয়ে আসা।

সূত্র বলছে, ইতিমধ্যেই লন্ডনে ফেসবুকের “ফ্রেন্ড শেয়ারিং” টিম এই অ্যাপটি তৈরি করে ফেলেছে। এখন কাজ চলছে সেটিকে আরও উন্নত করার। তবে, এই ব্যাপারে এখনই কিছু মন্তব্য করতে নারাজ ফেসবুক কর্তৃপক্ষ।

.