তবে কি ফেসবুকেও আসছে 'রাইট সোয়াপ'?

ফেসবুকের এই ঘোষণার পর ম্যাচ গ্রুপের শেয়ার দর এক ধাক্কায় নেমে যায়। টিন্ডার, ওককাপিড, ম্যাচ ডট কম এই ম্যাচ গ্রুপ সংস্থার অন্তর্গত

Updated By: May 2, 2018, 06:47 PM IST
তবে কি ফেসবুকেও আসছে 'রাইট সোয়াপ'?

নিজস্ব প্রতিবেদন: ডেটিং সার্ভিস নিয়ে আসছে ফেসবুক। এফ৮ শীর্ষক বার্ষিক ডেভেলপার সম্মেলনে মঙ্গলবার এ কথা জানালেন খোদ ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। এ দিন ফের  ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ করেছে ফেসবুক। জুকারবার্গ জানিয়েছেন, ফেসবুকে থাকা তথ্য মুছে ফেলার ক্ষমতা ব্যবহারকারীদের হাতেই থাকবে। যেমন গুগল ক্রোম, সাফারির মতো ব্রাউজারে  তথ্য মুছে ফেলার সুবিধা রয়েছে।

আরও পড়ুন- সিম ছাড়াই মোবাইল থেকে ফোন করা যাবে যে কোনও নম্বরে

ফেসবুকের মতো সামাজিক মাধ্যম থাকা সত্ত্বেও নতুন করে ডেটিং সার্ভিস নিয়ে আসছে কেন জুকারবার্গের সংস্থা? ৩৩ বছর বয়সী ফেসবুক কর্তার কথায়, যাঁরা জুটি বাঁধতে চান তাঁদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই সার্ভিস।

আরও পড়ুন- আপনার জিও নম্বরে অতিরিক্ত ৮ জিবি অ্যাড-অন ডেটা পেয়েছেন?

ফেসবুকের এই ঘোষণার পর ম্যাচ গ্রুপের শেয়ার দর এক ধাক্কায় নেমে যায়। টিন্ডার, ওককাপিড, ম্যাচ ডট কম এই ম্যাচ গ্রুপ সংস্থার অন্তর্গত। ম্যাচ গ্রুপের সিইও ম্যান্ডি গিন্সবার্গ কটাক্ষ করে জানান, তাদের জগতে স্বাগত ফেসবুককে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে গ্রুপ কলিং ফিচার

.