গুগলের নয়া ভিডিও চ্যাট অ্যাপ!
একের পর এক পরিবর্তন...আর হবে নাই বা কেনও? এটাই তো গুগলের পরিচিতি। প্রতিদিন নতুন কিছু আপনার সামনে তুলে নিয়ে আসা। আর তাই এবার তারা নতুন ভিডিও চ্যাট অ্যাপলিকেশন আনতে চলেছে। নাম ডুয়ো। এর মাধ্যমে স্কাইপের থেকেও বেশি ভালো রেজোলিউশনে ভিডিও চ্যাট করা সম্ভব বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
ওয়েব ডেস্ক : একের পর এক পরিবর্তন...আর হবে নাই বা কেনও? এটাই তো গুগলের পরিচিতি। প্রতিদিন নতুন কিছু আপনার সামনে তুলে নিয়ে আসা। আর তাই এবার তারা নতুন ভিডিও চ্যাট অ্যাপলিকেশন আনতে চলেছে। নাম ডুয়ো। এর মাধ্যমে স্কাইপের থেকেও বেশি ভালো রেজোলিউশনে ভিডিও চ্যাট করা সম্ভব বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন- প্যাটার্ন লক ভুলে গেলে কী করবেন?
তবে এই নতুন এই অ্যাপটি শুধুমাত্র গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও অ্যাপেলের আইওএস-এ ব্যবহার করা যাবে। এখানেই শেষ নয় থাকছে আরও বেশ কিছু নতুন ফিচার্স। ফনে থাকা কনটাক্ট লিস্টের নম্বর থেকে সরাসরি এই ভিডিও চ্যাট করা যাবে। তবে, একসঙ্গে এক জনের সঙ্গেই কথা বলা সম্ভব।