হোলি স্পেশ্যাল: ১৫০ টাকায় ২৮ জিবি নেট

৩৪৫ টাকায় ২৮ জিবি নেট, বৈধতা ২৮ দিনের, এয়ারটেলের এই অফার এখন কম বেশি সবারই জানা। প্রিপেড এয়ারটেল কানেকশনের এই প্ল্যান ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে এবং গ্রাহক এই অফার রীতিমত লুফে নিয়েছে। তবে পোস্টপেড গ্রাহকদের জন্য এই লোভনীয় অফার এতদিন পর্যন্ত অধরাই ছিল। এবার পোস্টপেড গ্রাহকদের জন্য প্রিপেডের থেকেও আকর্ষনীয় অফার আনতে চলছে ভারতরে সবথেকে বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল। ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুযায়ী ভারতী এয়ারটেল হোলিতে নিয়ে আসছে এমন অফার, যা এখনও পর্যন্ত এয়ারটেলে নেই, এবং এটাই হতে চলেছে এয়ারটেলের বেস্ট প্ল্যান। হোলি স্পেশ্যাল অফারে এয়ারটেল পোস্টপেড উপভোক্তাদের জন্য মাত্র ১৫০ টাকায় দেবে ২৮ জিবি নেট। প্রতিদিন ১ জিবি করে নেট ব্যবহার করতে পারবে গ্রাহকরা। তবে এই এক জিবি নেট ব্যবহার করার ক্ষেত্রে দিনে ৫০০ এমবি এবং ৫০০ এমবি রাতে ব্যবহার করতে পারবে উপভোক্তারা। 

Updated By: Mar 8, 2017, 01:06 PM IST
হোলি স্পেশ্যাল: ১৫০ টাকায় ২৮ জিবি নেট

ওয়েব ডেস্ক: ৩৪৫ টাকায় ২৮ জিবি নেট, বৈধতা ২৮ দিনের, এয়ারটেলের এই অফার এখন কম বেশি সবারই জানা। প্রিপেড এয়ারটেল কানেকশনের এই প্ল্যান ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে এবং গ্রাহক এই অফার রীতিমত লুফে নিয়েছে। তবে পোস্টপেড গ্রাহকদের জন্য এই লোভনীয় অফার এতদিন পর্যন্ত অধরাই ছিল।এবার পোস্টপেড গ্রাহকদের জন্য প্রিপেডের থেকেও আকর্ষনীয় অফার আনতে চলছে ভারতরে সবথেকে বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল। ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুযায়ী ভারতী এয়ারটেল হোলিতে নিয়ে আসছে এমন অফার, যা এখনও পর্যন্ত এয়ারটেলে নেই, এবং এটাই হতে চলেছে এয়ারটেলের বেস্ট প্ল্যান। হোলি স্পেশ্যাল অফারে এয়ারটেল পোস্টপেড উপভোক্তাদের জন্য মাত্র ১৫০ টাকায় দেবে ২৮ জিবি নেট। প্রতিদিন ১ জিবি করে নেট ব্যবহার করতে পারবে গ্রাহকরা। তবে এই এক জিবি নেট ব্যবহার করার ক্ষেত্রে দিনে ৫০০ এমবি এবং ৫০০ এমবি রাতে ব্যবহার করতে পারবে উপভোক্তারা। 

 

.