আধারের সঙ্গে আপনার ফোনের সিম লিঙ্ক করুন খুব সহজে, জেনে নিন
ওয়েব ডেস্ক : ২০১৮-র ফেব্রুয়ারি মাসের মধ্যে আধারের সঙ্গে ফোনের সিম লিঙ্ক করা বাধ্যতামূলক। নইলে বাতিল হয়ে যাবে ফোনের সিম। বন্ধ হয়ে যাবে পরিষেবা।
জেনে নেওয়া যাক, কীভাবে খুব সহজে আধারের সঙ্গে আপনার ফোনের সিমটি লিঙ্ক করবেন-
এই কাজটি করতে হবে অফলাইনে। কারণ অনলাইনে করার জন্য একটি রেজিস্টার করা ফোন নাম্বার লাগে, যাতে OTP আসে। এক্ষেত্রে UIDAI ওয়েবসাইট বা নিকটবর্তী আধার দফতর থেকে ফর্ম ডাউনলোড করুন অথবা সংগ্রহ করুন। (ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন)
ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আপনার সার্ভিস প্রোভাইডারের নিকটবর্তী রিটেলারের কাছে জমা দিতে হবে। ফর্মের সঙ্গেই জমা দিতে হবে আপনার আধার কার্ডের একটি প্রতিলিপি কপি। সেইসঙ্গে যেকোনও একটি পরিচয়পত্র প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ডের এক কপি প্রতিলিপি।
এরপর আপনার বায়োমেট্রিক তথ্য যাচাই করে দেখা হবে। মিলিয়ে দেখা হবে বুড়ো আঙুলের ছাপ। সব তথ্য নির্ভুলভাবে মিলে গেলেই আপনার ফোন নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।
আরও পড়ুন,কমছে GST, দাম কমছে ৩০টি পণ্যের