মোবাইল উত্পাদনে দ্বিতীয় স্থানে ভারত

এক্ষেত্রে চিনের ঠিক পরেই ভারতের অবস্থান। এতদিন পর্যন্ত দ্বিতীয় বৃহত্তম মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী দেশ ছিল ভিয়েতনাম।

Updated By: Apr 2, 2018, 09:05 PM IST
মোবাইল উত্পাদনে দ্বিতীয় স্থানে ভারত

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী দেশ হিসাবে উঠে এল ভারত। এক্ষেত্রে চিনের ঠিক পরেই ভারতের অবস্থান। ইন্ডিয়ান সেলুলার অ্যাসোসিয়েশন (আইসিএ)-এর সাম্প্রতিক পরিসংখ্যানেই দেখা যাচ্ছে এই শিল্প ক্ষেত্রে ভারতের উন্নতির ইতিবৃত্ত। এতদিন পর্যন্ত দ্বিতীয় বৃহত্তম মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী দেশ ছিল ভিয়েতনাম।

ভারতের দ্বিতীয় স্থানে আসার খবরের সত্যতা স্বীকার করা হয়েছে বাজার বিশ্লেষণকারী সংস্থা আইএইচএস, চিনের ন্যাশানাল ব্যুরো অফ স্ট্যাটেসটিক্স, ভিয়েতনাম জেনারেল স্ট্যাটেসটিক্স অফিস সূত্রে। আইসিএ-র তথ্যে দেখা যাচ্ছে, ২০১৪ সালে এ দেশে ৩ মিলিয়ন মোবাইল হ্যান্ডসেট উত্পাদিত হত। আর ২০১৭ সালে এই সংখ্যাটা বেড়ে হয়েছে ১১ মিলিয়ন। দেশের এই উত্পাদন বৃদ্ধিতে আমদানির হার আগের বছরের তুলনায় চলতি অর্থবর্ষে অর্ধেক হয়ে গেছে।

আরও পড়ুন- দাম কমে গেল Samsung Galaxy S8 এবং Galaxy S8+ ফোনদুটির

.