আজ জিওর নতুন কী প্ল্যান আনছেন মুকেশ আম্বানি?

জিও নিয়ে আজ আবার কোনও বড় ঘোষণা করতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। আজ সংস্থার কর্মচারী ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ই মুকেশ জিও-র নতুন কোনও প্ল্যান ঘোষণা করতে পারেন বলে কোম্পানি সূত্রে খবর।

Updated By: Dec 1, 2016, 01:21 PM IST
আজ জিওর নতুন কী প্ল্যান আনছেন মুকেশ আম্বানি?

ওয়েব ডেস্ক : জিও নিয়ে আজ আবার কোনও বড় ঘোষণা করতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। আজ সংস্থার কর্মচারী ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ই মুকেশ জিও-র নতুন কোনও প্ল্যান ঘোষণা করতে পারেন বলে কোম্পানি সূত্রে খবর।

এখন জল্পনা হচ্ছে, নতুন ঘোষণায় আম্বানি কী বলতে পারেন? এই মুহূর্তে জিও-ত ওয়েলকাম অফারে গ্রাহকরা ফ্রি ভয়েস কল ও ফ্রি রোমিং সার্ভিস পেয়ে থাকেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার লাগু থাকার কথা। এখন বিভিন্ন জায়গায় কানাঘুষো চলছে যে, এই ওয়েলকাম অফারের সময়সীমা তিন মাস বাড়াতে পারেন মুকেশ আম্বানি। ঘোষণা করতে পারেন যে, জিও ওয়েলকাম অফার ২০১৭-র মার্চ পর্যন্ত চালু থাকবে।

পড়ুন, জিওকে টেক্কা, ১৮জিবি 3G/4G ডেটা এয়ারটেল দিচ্ছে এত কম টাকায়!

.