২০১৬-এর 'মোস্ট কমন' পাসওয়ার্ড 123456

২০১৬ সালের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কী ছিল জানেন? জানলে ভাববেন, যাহ্ এত 'কমন'! হ্যাঁ, এতটাই 'কমন' এবং সহজ। যোলো সালের 'মোস্ট কমন' ভার্চুয়াল তালাচাবি ছিল-'123456'। আর বহুল ব্যবহৃত পাসওয়ার্ডগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে-'123456789' এবং তৃতীয় স্থান দখল করেছে-'qwerty'। প্রায় ১০ মিলিয়ন পাসওয়ার্ড ঘেঁটে সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে মার্কিন মুলুকে।

Updated By: Jan 15, 2017, 04:10 PM IST
২০১৬-এর 'মোস্ট কমন' পাসওয়ার্ড 123456

ওয়েব ডেস্ক: ২০১৬ সালের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কী ছিল জানেন? জানলে ভাববেন, যাহ্ এত 'কমন'! হ্যাঁ, এতটাই 'কমন' এবং সহজ। যোলো সালের 'মোস্ট কমন' ভার্চুয়াল তালাচাবি ছিল-'123456'। আর বহুল ব্যবহৃত পাসওয়ার্ডগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে-'123456789' এবং তৃতীয় স্থান দখল করেছে-'qwerty'। প্রায় ১০ মিলিয়ন পাসওয়ার্ড ঘেঁটে সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে মার্কিন মুলুকে।

এই পরিসংখ্যান থেকে আরও উঠে আসছে যে, প্রথম ১০টি জনপ্রিয়তম পাসওয়ার্ডের মধ্যে ৪টি পাসওয়ার্ড ৬টি ক্যারেক্টারের বা তার চেয়েও ছোট। এবার আসুন জেনে নেওয়া যাক প্রথম দশের তালিকায় থাকা বাকি ৭টা পাসওয়ার্ড কী কী ছিল- 12345678, 111111, 1234567890, 1234567, password, 123123, 987654321।

আরও পড়ুন- নাম বদলে যাচ্ছে Yahoo-র

আমেরিকার পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সংস্থা 'কিপার সিকিউরিটি'র মতে, "আমাদের স্টাডিতে যে তথ্য উঠে এসেছে তা কার্যত ভয়ঙ্কর। কারণ, এখনকার অত্যাধুনিক ক্র্যাকিং সফ্টওয়্যার ও হার্ডওয়্যারের সাহায্যে এইসব সহজ-সরল পাসওয়ার্ডের পাঁচিল ভেঙে ফেলা ভীষণ সহজ এবং খুব কম সময়েই তা করে ফেলা সম্ভব"। ওই সংস্থার আরও দাবি, যেসব ওয়েবসাইট এত সরল পাসওয়ার্ডকে মেনে নিচ্ছে হয় তারা ভয়ডরহীন নতুবা খুব অলস।

ফলে, ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ওই সংস্থার বিশেষজ্ঞদের একটাই সতর্কতা বাণী, ভেবেচিন্তে এমন পাসওয়ার্ড দিন যা খুব সহজেই অনুমান করতে পারবেন না হ্যাকাররা।

আরও পড়ুন- জানেন BSF জওয়ান তেজ বাহাদুর যাদবের ফেসবুক অ্যাকাউন্টটি কে ব্যবহার করেন?

.