মাত্র ১ মিনিটে স্মার্টফোন চার্জ করতে এল নতুন অ্যালুমিনিয়াম ব্যাটারি

স্মার্টফোনের চার্জ ফুরিয়ে গেলেই ১ ঘণ্টার ধাক্কা। অন্তত ১ ঘণ্টা লাগবে আবার ফোন পুরোপুরি চার্জ হতে। এবার এসে গেল সেই ব্যাটারি যা চার্জ হতে সময় লাগবে মাত্র ৬০ সেকেন্ড।

Updated By: Apr 7, 2015, 02:23 PM IST
মাত্র ১ মিনিটে স্মার্টফোন চার্জ করতে এল নতুন অ্যালুমিনিয়াম ব্যাটারি

ওয়েব ডেস্ক: স্মার্টফোনের চার্জ ফুরিয়ে গেলেই ১ ঘণ্টার ধাক্কা। অন্তত ১ ঘণ্টা লাগবে আবার ফোন পুরোপুরি চার্জ হতে। এবার এসে গেল সেই ব্যাটারি যা চার্জ হতে সময় লাগবে মাত্র ৬০ সেকেন্ড।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি এই ব্যাটারি মাত্র ১ মিনিট সময়ে ১০০ শতাংশ চার্জ করবে স্মার্টফোনের ব্যটারি। ইউনিভার্সিটির রসায়নের অধ্যাপক হোঙ্গজি দাই জানান, "আমরা একটি রিচার্জেবল অ্যালুমিনিয়াম ব্যাটারি তৈরি করেছি যা এখনকার অ্যালকালাইন ব্যাটারি প্রতিস্থাপন করবে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। অন্যদিকে লিথিয়াম আয়ন ব্যাটারি যা আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটতে পারে, সেই ব্যাটারিও প্রতিস্থাপন করবে এই নতুন ব্যাটারি।"

এই হাই-পারফরম্যান্স অ্যালুমিনিয়াম ব্যাটারি অনেক বেশি নিরাপদ এবং দূষণরোধেও অনেক বেশি সক্ষম। অ্যালুমিনিয়ামের তৈরি অ্যানোড(নেগেটিভ ইলেকট্রোড) ও গ্রাফাইটের তৈরি ক্যাথোড(পজিটিভ ইলেকট্রোড) ব্যবহার করা হয়েছে এই ব্যাটারিতে।

নেচার জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার রিপোর্ট।

 

.