ছাদ, দরজাওয়ালা চার চাকা অটোরিকসকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার

ভারতের বাজারে নতুন ধরনের চারচাকা গাড়ি আনার ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। কোয়াড্রিসাইকেল নামে এই গাড়ি আসলে অটোরিকশর চার চাকা সংস্করণ। চার আসন বিশিষ্ট এই গাড়িতে থাকবে অপেক্ষাকৃত ছোট ইঞ্জিন। 

Updated By: Jun 7, 2018, 05:20 PM IST
ছাদ, দরজাওয়ালা চার চাকা অটোরিকসকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিবেদন: ভারতের বাজারে নতুন ধরনের চারচাকা গাড়ি আনার ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। কোয়াড্রিসাইকেল নামে এই গাড়ি আসলে অটোরিকশর চার চাকা সংস্করণ। চার আসন বিশিষ্ট এই গাড়িতে থাকবে অপেক্ষাকৃত ছোট ইঞ্জিন। 

কোয়াড্রিসাইকেলের জন্য প্রাথমিক নীতিমালা তৈরি করেছে কেন্দ্রীয় সরকারের সড়ক যোগাযোগ ও জাতীয় সড়ক মন্ত্রক। প্রাথমিকভাবে জানানো হয়েছে, এই গাড়ির সর্বোচ্চ হতে পারে ৪৭৫ কিলোগ্রাম।  বাকি বৈশিষ্ট্যসমূহ যৌথভাবে তৈরি করবে মন্ত্রক ও এআরএআই। ভারতে ইতিমধ্যে 'কিউট' নামে একটি কোয়াড্রিসাইকেল লঞ্চ করেছে বাজাজ অটো। গাড়িটি বিদেশে রফতানি করা হলেও এখনো এদেশে বিক্রির অনুমতি পায়নি সংস্থা। তবে এই গাড়িতে কত শতাংশ জিএসটি দিতে হবে তা ঘোষণা করেনি অর্থমন্ত্রক। 

ইতিমধ্যে সিএনজিচালিত কোয়াড্রিসাইকেল তৈরিতে উদ্যোগী হয়েছে বাজাজ। সঙ্গে এই গাড়িকে কী কী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রশ্ন থাকছে তা নিয়েও। প্রশ্ন উঠছে, তবে কি ১৬-১৮ বছর বয়সীদের এই গাড়ি চালানোর অনুমতি দেবে কেন্দ্র। 

অনলাইন শপিংয়ে টাকা বাঁচাতে চান? জেনে নিন উপায়

আসলে অটো রিকসর চার চাকা সংস্করণ এই কোয়াড্রিসাইকেল। তবে এতে গাড়ির মতোই থাকে ছাদ ও দরজা। তবে দরজায় কোনও কাচ থাকে না। ইঞ্জিন থাকে পিছনে। পিছনের চাকা থেকেই শক্তি পায় এই গাড়ি। ২৫০ - ৩৫০ সিসির মোটর সাইকেলের ইঞ্জিন লাগানো থাকে এই  গাড়িতে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। চালক-সহ ৪ জন বসতে পারেন এই গাড়িতে। চেষ্টা করলে এঁটে যায় ৫ জনও। বিদেশের বিভিন্ন শহরে সাধারণত অল্প পথ পাড়ি দিতে ব্যবহার করা হয় এই গাড়ি। এক লিটার পেট্রোলে ৩৭ - ৪০ কিলোমিটার ছুটতে পারে কোয়াড্রিসাইকেল।  ভারতের বাজারে এই গাড়ির দাম হতে পারে ১.৩ লক্ষ থেকে ১.৫ লক্ষের মধ্যে। 

.