এগুলোর মাধ্যমে পাসওয়ার্ড ব্যবহারের ঝামেলা দূর করুন

হাজারটা জিনিসের হাজার একটা পাসওয়ার্ড। এতসব পাসওয়ার্ড মনে রাখার ঝক্কিও অনেক। একটার সঙ্গে আরেকটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেমন হবে যদি আলফা-নিউমেরিক পাসওয়ার্ড ব্যবহার করার ঝুট-ঝামেলাই আর না থাকে। বিশেষজ্ঞরা হদিশ দিয়েছেন এমনই পাঁচ টেকনোলজির যেখানে আর পাসওয়ার্ড ব্যবহার করার ঝক্কি থাকবে না।

Updated By: Jul 19, 2016, 08:32 PM IST
এগুলোর মাধ্যমে পাসওয়ার্ড ব্যবহারের ঝামেলা দূর করুন

ওয়েব ডেস্ক : হাজারটা জিনিসের হাজার একটা পাসওয়ার্ড। এতসব পাসওয়ার্ড মনে রাখার ঝক্কিও অনেক। একটার সঙ্গে আরেকটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেমন হবে যদি আলফা-নিউমেরিক পাসওয়ার্ড ব্যবহার করার ঝুট-ঝামেলাই আর না থাকে। বিশেষজ্ঞরা হদিশ দিয়েছেন এমনই পাঁচ টেকনোলজির যেখানে আর পাসওয়ার্ড ব্যবহার করার ঝক্কি থাকবে না।

১) ফিংগারপ্রিন্ট- ফিংগার ভেইন টেকনোলজিকে ব্যবহার করে শনাক্ত করা হয়।

২) ভয়েস- ভয়েস রেকগনিশনের মাধ্যমে শনাক্তকরণ।

৩) রেটিনা- চোখের মণিকে স্ক্যান করে তার মাধ্যমে শনাক্তকরণ। ATM-এর পিন মনে রাখার ঝক্কি হঠাতে এই প্রযুক্তি ব্যবহারের ভাবনাচিন্তা চলছে।

৪) হার্টবিট- শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ECG যেভাবে হার্টবিট স্ক্যান করে, ঠিক সেইভাবে ECG সেন্সরের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির হার্টবিট শনাক্ত করা হবে।

৫) ফেসিয়াল বায়োমেট্রেক- ছবির সঙ্গে ছবি মেলানো নয়। আপনার মুখাবয়বের বায়োমেট্রিক ম্যাচিং-এর মাধ্যমে শনাক্তকরণ।

.