এ বার অফলাইনেও Paytm!

প্রথম ধাপে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছোটো সংস্থাকে এই কার্ডের সুবিধা দেওয়া হবে।

Updated By: Apr 30, 2018, 05:28 PM IST
এ বার অফলাইনেও Paytm!

এ বার অফলাইনেও মিলবে Paytm-এর সুবিধা! কারণ, অফলাইনে ক্যাশলেস পেমেন্টের ব্যবস্থা আনতে চলেছে এই সংস্থাটি। কী সেই মাধ্যম বা ব্যবস্থা? সংস্থার তরফে এই ব্যবস্থাকে বলা হচ্ছে ট্যাপ কার্ড। পেটিএম-এর এই ট্যাপ কার্ডের মাধ্যমে গ্রাহকরা এবার ফোন ও ইন্টারনেট ছাড়া খুব সহজেই পেটিএম-এর ডিজিটাল পেমেন্টের সুবিধা পাবেন। জানা গিয়েছে, NFC-র মাধ্যমে এ ক্ষেত্রে টাকা ট্রান্সফার করা যাবে। তবে আপাতত শুধুমাত্র পেটিএম অনুমোদিত POS (পয়েন্ট অফ সেল) মেশিন থেকেই করা যাবে এই পেমেন্ট। এ ছাড়াও QR কোড স্ক্যান করে খুব সহজেই টাকার লেনদেন করা যাবে এই কার্ডের মাধ্যমে। এছাড়াও কোন ত্রুটি থাকলে তা নিজে থেকেই ধরতে সক্ষম ট্যাপ কার্ড।

প্রথম ধাপে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছোটো সংস্থাকে এই কার্ডের সুবিধা দেওয়া হবে। পরবর্তী কালে ব্যবস্থাটি সাফল হলে ধীরে ধীরে এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। আপাতত চেন্নাইয়ে এই সুবিধা পাওয়া যাচ্ছে। পরে দেশের বাকি শহরগুলিতে ছড়িয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Paytm ট্যাপ কার্ড সংক্রান্ত জরুরি তথ্য:

• একটি কার্ডের সঙ্গে একটি Paytm অ্যাকাউন্ট সংযুক্ত থাকবে।

• কার্ডের একটি পিন থাকবে।

•  যতবার ক্যাশব্যাক পাবেন তা জুড়ে যাবে কার্ডের ব্যালেন্সের সঙ্গে।

ট্যাপ কার্ডটি পেতে গেলে গ্রাহকদের yeldi.com-এ গিয়ে সেখান থেকে ১০০ টাকার বিনিময়ে তা কিনতে হবে।

.