পুজোর আগে এই অফার মিস করবেন না, স্মার্ট ফোনে ৭৭% ছাড়!

পুজোতে নতুন জুতো জামা কাপড় ছেড়ে এবার একটা নিউ স্মার্ট ফোন কিনবেন ভাবছেন? তাহলে এই লোভনীয় অফার একেবারেই হাত ছাড়া করবেন না। ব্র্যান্ড নিউ স্মার্ট ফোনে ৭৭% ছাড়! হ্যাঁ। একেবারেই তাই। পুজোতে ধামাকা অফার। ৩৭৯ টাকাতেও থাকছে ফোন কেনার সুবর্ণ সুযোগ। নোকিয়া  মোবাইল, যার দাম ৫,২৩৩ টাকা সেই ফোন ৭৭% ছাড়ের দৌলতে গ্রাহক পেয়ে যাবেন মাত্র ১,৩৯৯ টাকায়। এই ছাড় মিলবে ডিজিটাল শপিংয়ের সৌজন্যে। অনলাইন শপিং সাইট- shopclues.com নিয়ে এসেছে সুবর্ণ ছাড়। শুধু মোবাইল বা ইলেকট্রনিক পণ্য নয়, জামা কাপড়েও রয়েছে ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়। 

Updated By: Sep 20, 2016, 06:07 PM IST
পুজোর আগে এই অফার মিস করবেন না, স্মার্ট   ফোনে ৭৭% ছাড়!

ওয়েব ডেস্ক: পুজোতে নতুন জুতো জামা কাপড় ছেড়ে এবার একটা নিউ স্মার্ট ফোন কিনবেন ভাবছেন? তাহলে এই লোভনীয় অফার একেবারেই হাত ছাড়া করবেন না। ব্র্যান্ড নিউ স্মার্ট ফোনে ৭৭% ছাড়! হ্যাঁ। একেবারেই তাই। পুজোতে ধামাকা অফার। ৩৭৯ টাকাতেও থাকছে ফোন কেনার সুবর্ণ সুযোগ। নোকিয়া  মোবাইল, যার দাম ৫,২৩৩ টাকা সেই ফোন ৭৭% ছাড়ের দৌলতে গ্রাহক পেয়ে যাবেন মাত্র ১,৩৯৯ টাকায়। এই ছাড় মিলবে ডিজিটাল শপিংয়ের সৌজন্যে। অনলাইন শপিং সাইট- shopclues.com নিয়ে এসেছে সুবর্ণ ছাড়। শুধু মোবাইল বা ইলেকট্রনিক পণ্য নয়, জামা কাপড়েও রয়েছে ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়। 

এক ক্লিকে দেখে নিন- shopclues.com

.