পয়লা এপ্রিল থেকে কী তাহলে 'এটাই' করবে জিও

বারবার বদলেছে জিও-র ফ্রি অফার। প্রথমে ওয়েলকাম অফার। তারপরই হ্যাপি নিউ ইয়ার অফার ঘোষণা করেছে রিলায়েন্সের এই সংস্থাটি। তার ফ্রি ডেটা আর ভয়েস কলের সুবিধায় পেয়ে বেড়েই চলেছে জিওর গ্রাহক সংখ্যা। তবে, এবার সেই ফ্রি ডেটা অফারের শেষ দিন ধার্য করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু তারপর? সত্যিই কি বন্ধ হয়ে ‌যাবে জিওর ফ্রি অফার?

Updated By: Jan 5, 2017, 10:09 PM IST
পয়লা এপ্রিল থেকে কী তাহলে 'এটাই' করবে জিও

ওয়েব ডেস্ক : বারবার বদলেছে জিও-র ফ্রি অফার। প্রথমে ওয়েলকাম অফার। তারপরই হ্যাপি নিউ ইয়ার অফার ঘোষণা করেছে রিলায়েন্সের এই সংস্থাটি। তার ফ্রি ডেটা আর ভয়েস কলের সুবিধায় পেয়ে বেড়েই চলেছে জিওর গ্রাহক সংখ্যা। তবে, এবার সেই ফ্রি ডেটা অফারের শেষ দিন ধার্য করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু তারপর? সত্যিই কি বন্ধ হয়ে ‌যাবে জিওর ফ্রি অফার?

আরও পড়ুন- জিওর অফার বাড়ানোর পিছনে এটাই আসল গল্প!

সূত্রের খবর ৩১ মার্চের পরও ফ্রি অফার চালু রাখতে পারে জিও। তবে এবার তা অসতে চলেছে অন্য কোনও ভাবে। অন্যরকম নামে। বিশেষজ্ঞদের মতে, জিওর গ্রাহক সংখ্যা এখন ৫ কোটি। ১০ কোটির লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তারা। আর ৩১ মার্চের মধ্যে সেই লক্ষ্যমাত্রা ছোঁয়ার চেষ্টায় শেষ মুহূর্তে আবার চমক দিতে পারে জিও। বাড়ানো হতে পারে এই ফ্রি ডেটা অফার।

বাকি সংস্থাগুলিকে টেক্কা দিতেই এই পরিস্থিতিতে জিও ফ্রি অফার জারি রাখবে বলেই মত বিশেষজ্ঞদের।

.