সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ থাকলে এ বিপদে আপনিও পড়তে পারেন!

হোয়াটস অ্যাপ করেন তো? ফেসবুক? তাহলে এখনই সাবধান ও সতর্ক হোন। হোয়াটস অ্যাপ বা ফেসবুকে সামান্য শেয়ার করা মেসেজ থেকে গ্রেফতারি পর্যন্তও হতে পারে।

Updated By: Aug 30, 2016, 12:13 PM IST
সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ থাকলে এ বিপদে আপনিও পড়তে পারেন!

ওয়েব ডেস্ক : হোয়াটস অ্যাপ করেন তো? ফেসবুক? তাহলে এখনই সাবধান ও সতর্ক হোন। হোয়াটস অ্যাপ বা ফেসবুকে সামান্য শেয়ার করা মেসেজ থেকে গ্রেফতারি পর্যন্তও হতে পারে।

অনেক ক্ষেত্রেই , হোয়াটস অ্যাপ বা ফেসবুকে এমন অনেক মেসেজ শেয়ার হচ্ছে, যা আতঙ্ক ছড়াচ্ছে। যিনি এই ধরনের মেসেজ করছেন বা ছড়াচ্ছেন, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ নম্বর ধারায় মামলা হতে পারে। এই ধারা অনুযায়ী, আতঙ্ক ছড়াতে পারে বা রাষ্ট্র বিরোধিতায় কোনও মানুষকে প্ররোচিত করতে পারে, বা অবমাননাকর কোনও বার্তা প্রচারের অভিযোগে জেল হতে পারে। জেল হতে পারে ৩ থেকে ৬ বছর পর্যন্ত। একই সঙ্গে জরিমানাও হতে পারে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে যেসব মেসেজ শেয়ার হয় বা ফরোয়ার্ড হয়, তার অনেকগুলিই এই আইনের আওতাভুক্ত হতে পারে।

.