এয়ারটেল ব্যবহার করে বিল এল ১.৮৬ লক্ষ টাকা!

Updated By: Aug 12, 2017, 07:33 PM IST
এয়ারটেল ব্যবহার করে বিল এল ১.৮৬ লক্ষ টাকা!

ওয়েব ডেস্ক: মনের আনন্দে স্মার্টফোন , ফ্রি ডেটা , কলিং ব্যবহার করে যাচ্ছেন? নিশ্চিন্ত মনে ডাউনলোড করে যাচ্ছেন? তাহলে এই খবরটা অবশ্যই জানুন। এয়ারটেল ব্যবহার করে এক ব্যক্তির মোবাইল বিল এল ১.৮৬ লক্ষ টাকা! শুনেই চোখ কপালে উঠল নিশ্চয়ই? আপনি চমকালেও বাস্তবে এটাই ঘটেছে।

নীতিন শেঠ্ঠি। দিল্লির এক বাসিন্দা। তিনিই এয়ারটেলের পক্ষ থেকে চমকে যাওয়ার মতো বিলটি পেয়েছেন। বিলটি তৈরি হয়েছে জুন মাসের ৮ তারিখ থেকে ৭ জুলাইয়ের মধ্যে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, এয়ারটেলের পক্ষ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বিলটিতে কিছু গোলমাল হয়।

জানা গিয়েছে, নীতিন শেঠ্ঠি নামে ওই ব্যক্তি পরিবারের সঙ্গে দুবাই বেড়াতে যাওয়ার সময়ে ১০ দিনের ইন্টারন্যাশনাল রোমিং প্যাক অ্যাক্টিভেট করেন। কিন্তু তিনি দেশে ফিরে আসার পরেও সেই পরিষেবা বন্ধ হয়নি। তারপর তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ্যে আনেন এবং এয়ারটেলের পক্ষ থেকে সমস্যাটি সমাধানের কথা জানানো হয়।

গ্রাহকদের জন্য জিও-র আরও বেশি ডেটা! রয়েছে চমক

.