মাত্র আড়াইশো টাকায় আনলিমিটেড ব্রডব্যান্ড

কে কাকে টেক্কা দেবে? কত কম দামে কে কত বেশি ডেটা সার্ভিস দিতে পারবে? দেশের বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে এখন চলছে সেই প্রতিযোগিতা। বেসরকারি সংস্থার পাশাপাশি সেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে সরকারি সংস্থাও। জলের দরে ডেটা প্ল্যান ঘোষণা করার পর পরই জিওর সঙ্গে ট্যারিফ যুদ্ধে নেমে পড়ে বিএসএনএল। মোবাইল ডেটা প্ল্যানের পর এবার যুদ্ধ ব্রডব্যান্ড পরিষেবায়।  

Updated By: Sep 15, 2016, 05:54 PM IST
মাত্র আড়াইশো টাকায় আনলিমিটেড ব্রডব্যান্ড

ওয়েব ডেস্ক : কে কাকে টেক্কা দেবে? কত কম দামে কে কত বেশি ডেটা সার্ভিস দিতে পারবে? দেশের বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে এখন চলছে সেই প্রতিযোগিতা। বেসরকারি সংস্থার পাশাপাশি সেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে সরকারি সংস্থাও। জলের দরে ডেটা প্ল্যান ঘোষণা করার পর পরই জিওর সঙ্গে ট্যারিফ যুদ্ধে নেমে পড়ে বিএসএনএল। মোবাইল ডেটা প্ল্যানের পর এবার যুদ্ধ ব্রডব্যান্ড পরিষেবায়।  

মাত্র আড়াইশো টাকায় আনলিমিটেড ব্রডব্যান্ড প্যাকেজ নিয়ে এল বিএসএনএল। গ্রাহক ধরতে মোট তিন ধরনের পরিকল্পনা বাজারে নিয়ে আসছে বিএসএনএল। প্রথম, মাসে ১১৯৯ টাকা দিলেই বিএসএনএলে পাওয়া যাবে যত ইচ্ছে ফোন কল ও ডেটা ব্যবহারের সুবিধা। দ্বিতীয়, ২৪৯ টাকায় পাওয়া যাবে মাসে আনলিমিটেড ব্রডব্যান্ড ব্যবহার। সেইসঙ্গে রবিবার সারা দিন ও সপ্তাহের বাকি দিনগুলিতে নাইট কলিংয়ের সুবিধা। তিন নম্বর, মাসে ৪৯ টাকা রেন্টালে বিএসএনএল-এর নতুন ল্যান্ড লাইন সংযোগ।

.