ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনছে ওয়ালমার্ট!

ফ্লিপকার্ট-এর সহ-প্রতিষ্ঠাতা বিনি বনসল এই চুক্তিকে ‘ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে ব্যাখ্যা করেছেন।

Updated By: May 10, 2018, 03:00 PM IST
ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনছে ওয়ালমার্ট!

নিজস্ব প্রতিবেদন: ভারতের অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট-এর ৭৭ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে মার্কিন সংস্থা ওয়ালমার্ট। ১৬০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে এই চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ওয়ালমার্টের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: বন্ধুকে জন্মদিনে উইশ করতে ভুলে গিয়েছেন! মেসেজ সিডিউল করুন এই ভাবে

ওয়ালমার্ট-এর প্রেসিডেন্ট ডাগ ম্যাকমিলান বলেন, “খুচরো ব্যবসায় ভারতের বাজার বিশ্বের মধ্যে অন্যতম। আমাদের এই চুক্তির জেরে এমন একটি কম্পানির অংশীদারিত্বের সুযোগ মিলল যা ভারতের বাজারে ই-কমার্সকে নেতৃত্ব দিচ্ছে। এই বিনিয়োগের ফলে ভারতে চাকরির নতুন সুযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ আরও বাড়বে।”

আরও পড়ুন: আধার কার্ডে ঠিকানা ভুল আছে? এই ভাবে নিজেই বদলে নিন

ফ্লিপকার্ট-এর সহ-প্রতিষ্ঠাতা বিনি বনসল এই চুক্তিকে ‘ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর বিশ্বাস, এরফলে ক্রেতা-বিক্রেতার মধ্যে সম্পর্ক আরও নিবিড় হয়ে উঠবে।

.