হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার্স

Updated By: Jun 28, 2017, 05:12 PM IST
হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার্স

 

ওয়েব ডেস্ক: সবার প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন এখনও পর্যন্ত কেবল মাত্র অ্যান্ড্রয়েড বেটা ইউজাররাই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার্স ব্যবহার করতে পারছেন। এবার আসা যাক হোয়াটসঅ্যাপের নতুন ফিচার্সের কথায়। দুটি পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। প্রথমটি হল, এখন থেকে একসঙ্গে গোছা গোছা ছবি একসঙ্গে পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ উপভোক্তারা। আর দ্বিতীয়টি হল, কলিং স্ক্রিন পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ। 

গত সপ্তাহতেই নতুন ফিচার্সের কথা জানিয়েছিল এই অত্যাধুনিক সোশ্যাল নেটওয়ার্ক। এবার সেই ফিচার্সের ব্যবহারিক প্রয়োগের কথা জানাল হোয়াটসঅ্যাপ। আরও পড়ূন- এবার হোয়াটস অ্যাপে আপনি এই কাজটাও করতে পারবেন  

.