শাওমির এই ফোনে এক সঙ্গে ব্যবহার করা যাবে দু'টি সিম ও মেমরি কার্ড
![শাওমির এই ফোনে এক সঙ্গে ব্যবহার করা যাবে দু'টি সিম ও মেমরি কার্ড শাওমির এই ফোনে এক সঙ্গে ব্যবহার করা যাবে দু'টি সিম ও মেমরি কার্ড](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/20/91272-redmi-5a.jpg)
ওয়েব ডেস্ক: সস্তায় 4G স্মার্টফোন হিসাবে বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে শাওমি রেডমি নোট ৪। আন্তর্জাতিক বাজারে তার পরবর্তী ভার্সন রেডমি নোট ৫-ও লঞ্চ করে দিয়েছে সংস্থা। এবার তার সস্তা ভার্সন বাজারে আনতে চলে চিনা ফোন প্রস্তুতকারক। সম্ভবত সোমবার চিনের বাজারে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ৫এ।
ভারতের বাজারে চিনা ফোন প্রস্তুতকারকদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে শাওমি। তবে তাদের ফোনে সমস্যা একটাই। দু'টি সিম ব্যবহার করলে আর ব্যবহার যায় না মেমরি কার্ড। নতুন ফোনে দু'টি সিমের সঙ্গে মেমরি কার্ডও ব্যবহার করা যাবে বলে গোপন সূত্রে খবর মিলেছে। ইতিমধ্যে চিনা একটি ওয়েবসাইটে ফাঁস হওয়া ছবিতে ফোনের বাক্সর দেখা মিলেছে।
আরও পড়ুন - সোমবার লঞ্চ হচ্ছে Android O, নাম নিয়ে চলছে জল্পনা
সূত্রের খবর, একটি ট্রে তেই দু'টি সিম ও একটি মেমরি কার্ড ব্যবহারের বন্দোবস্ত। একসঙ্গে ব্যবহার করা যাবে সবগুলিকে। এছাড়া ফোনটিতে ফ্রন্ট ফ্ল্যাস থাকবে বলেও খবর। রেডমি নোট ৫এ-র সম্বভত দু'টি ভেরিয়্যান্ট লঞ্চ করতে চলেছে শাওমি। এর মধ্যে দামি ভেরিয়্যান্টটিতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দিতে পারে তারা।
আরও পড়ুন - মাত্র ২৯৯ টাকায় 4G ফোন, Jio Phone-কে চাপে ফেলে দিল এই হ্যান্ডসেট
এছাড়া ফোনটিতে থাকছে
৫.৫ ইঞ্চি ডিসপ্লে
২ জিবি র্যাম
১৬ জিবি ইন্টারনাল মেমরি
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট
৩,০৮০ মিলি অ্যাম্পেয়ার আওয়ার ব্যাটারি
এছাড়া থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা
ভারতীয় টাকায় ফোনটির দাম হতে পারে ১০,০০০ টাকা।