আপনিও এভাবে ধরে রাখতে পারেন আপনার স্মৃতিকে! (ভিডিও)

নিজের সুন্দর মুহূর্তের স্মৃতিকে কে না ধরে রাখতে চায়? সবাই চায়। এবার সেই স্মৃতি ধরে রাখা আরও সহজ হতে চলেছে। অ্যানালগ ফোটো, ডিজিটাল ক্যামেরা, হ্যান্ডিক্যামের দিন পেরিয়ে এখন হালফিলের অ্যাপের যুগ।

Updated By: Jul 9, 2016, 11:37 AM IST
আপনিও এভাবে ধরে রাখতে পারেন আপনার স্মৃতিকে! (ভিডিও)

ওয়েব ডেস্ক : নিজের সুন্দর মুহূর্তের স্মৃতিকে কে না ধরে রাখতে চায়? সবাই চায়। এবার সেই স্মৃতি ধরে রাখা আরও সহজ হতে চলেছে। অ্যানালগ ফোটো, ডিজিটাল ক্যামেরা, হ্যান্ডিক্যামের দিন পেরিয়ে এখন হালফিলের অ্যাপের যুগ।

স্ন্যাপচ্যাট নিয়ে এসেছে নতুন ফিচার 'মেমোরিজ'। এর সাহায্যে কেউ ছবি, ভিডিও তুলে তা যেমন কেউ সেভ করেও রাখতে পারবেন। তেমনই থাকছে মেমরি শেয়ারিং-এর সুবিধাও। আপনার যখন ইচ্ছে। তার জন্য শুধু আপনাকে একটা শব্দ দিয়ে সার্চ করে নিতে হবে। যেমন, 'জন্মদিন'। তাহলেই সব ছবি ঘেঁটে সেই ছবি আপনার সামনে এনে হাজির করবে 'মেমোরিজ'।

দেখুন ভিডিও,

.