ঘানার বিরুদ্ধে আজ রোনাল্ডোর অগ্নি পরীক্ষা

বৃহস্পতিবার বিশ্বকাপে বেঁচে থাকার ল়ডাইয়ে নামছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের প্রতিপক্ষ ঘানা। প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচে জেতার পাশাপাশি অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে পর্তুগালকে। বড় ব্যবধানে নিজেদের জয়ের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের হার। এই অঙ্কই বিশ্বকাপের শেষ ষোলোয় পৌছে দিতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে।

Updated By: Jun 26, 2014, 04:54 PM IST

বৃহস্পতিবার বিশ্বকাপে বেঁচে থাকার ল়ডাইয়ে নামছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের প্রতিপক্ষ ঘানা। প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচে জেতার পাশাপাশি অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে পর্তুগালকে। বড় ব্যবধানে নিজেদের জয়ের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের হার। এই অঙ্কই বিশ্বকাপের শেষ ষোলোয় পৌছে দিতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে।

দুম্যাচে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে পাওলো বেন্টোর দল। নিজেদের পারফরমেন্স নিয়ে হতাশা গোপন করেননি সিআরসেভেন। দলে চোট আঘাতের সমস্যাও বেড়েছে। পিছিয়ে থেকে বৃহস্পতিবার এমন একটা দলের বিরুদ্ধে নামছেন রোনাল্ডো, নানিরা । যারা শেষ ম্যাচে জার্মানিকে আটকে দিয়েছে। মরণ বাঁচন ম্যাচেও দলে বেশ কয়েকটা পরিবর্তন হচ্ছে পর্তুগালের। হাঁটুর চোটে ভুগতে থাকলেও খেলছেন রোনাল্ডো। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন পেপে। তবে ফিটনেস সমস্যা রয়েছে পস্তিগা, আলমেইদা, রুই প্যাটরিসিওদের। শেষ ম্যাচে কঠিন চ্যালেঞ্জ কোচ বেন্টোর সামনে। অন্যদিকে এক পয়েন্টে দাঁড়িয়ে থাকলেও লামদের আটকে দিয়ে চনমনে আফ্রিকার ঘানা। গতি ও আবেগ দিয়ে ফের অঘটন ঘটাতে চাইছে আপ্পাইয়ের দল। জোড়া কার্ড দেখে এই ম্যাচে দলের বাইরে সুলে মুন্তারি। আসামোয়া জিয়ান, মাইকেন এসিয়ানদের উপস্থিতি শক্তিশালী করে তুলেছে ঘানাদের।

বিশ্বফুটবলে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। বাসিলিয়ার মাটিতে রোনাল্ডো ম্যাজিক কি দেখা যাবে? ঘানা পারবে ফের জ্বলে উঠতে? উত্তরের অপেক্ষায় বিশ্বফুটবল।

.