আজকের তিনটি ম্যাচের ফলাফলের ভবিষ্যতবাণী

আজকের তিনটি ম্যাচের ফলাফলের ভবিষ্যতবাণী

Updated By: Jun 14, 2014, 05:45 PM IST

বিশ্বকাপে আজ তিনটে ম্যাচ। রাত সাড়ে ৯টা থেকে শুরু ম্যাচ। এক নজরে দেখে নেওয়া যাক এই তিনটে ম্যাচের প্রিভিউ। নিচের কমেন্ট সেকশনে তিনটে ম্যাচের ফলাফলের ভবিষ্যতবাণী করুন

প্রথম ম্যাচ- কলম্বিয়া বনাম গ্রিস-

দুই দেশ- ব্রাজিল, আর্জেন্টিনার পরই এবারের বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার সেরা বাজি কলম্বিয়া। মহাতারকা খেলোয়াড় ফালাকাও চোটের কারণে ছিটকে গেলেও কলম্বিয়ার শক্তি এখনও রীতিমত সমীহ করার মত। ফিফা ক্রমতালিকাতেও কলম্বিয়া একেবারে ওপরের সারিতে। অন্যদিকে, বিশ্বকাপের ইতিহাসে গ্রিসের রেকর্ড বেশ খারাপ। বিশ্বকাপের মূলপর্বে ৮৩ শতাংশ ম্যাচেই হেরেছে ইউরোপের এই দেশ। কিন্তু এরপরেও কলম্বিয়ার জয়টা অত সহজ হবে না, কারণ গ্রিসের ডিফেন্স হল ইউরোপের যে কোনও দেশের মধ্যে সেরা।

জয়ের সম্ভাবনা- কলম্বিয়া- ৫৬ শতাংশ। গ্রিস-৩৪ শতাংশ। ড্র-১০ শতাংশ

দিনের দ্বিতীয় ম্যাচ-উরুগুয়ে বনাম কোস্টারিকা
দুই দেশ- ধারে ভারে শক্তিতে অসম লড়াই। গতবারের সেমিফাইনালিস্ট উরুগুয়ে প্রচারের আলোয়, সেখানে ফিফা ক্রমতালিকায় ৩৪ নম্বরে থাকা কোস্টারিকা নিয়ে অনেকই সেভাবে কেউ খবর রাখে না। উরুগুয়ের তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ অনুপস্থিতে কোস্টারিকা কতটা কাজে লাগাতে পারে সেটাই দেখার। মাঝমাঠের লড়াইয়ে কোস্টারিকা পাল্লা ছুঁড়ে দেবে, তবে বাকি সবেতে অনেকটা এগিয়ে উরুগুয়ে। তবে বিশ্বকাপ এমনটা একটা প্রতিযোগিতা যেখানে অনেক হিসাব উল্টে যায়।
জয়ের সম্ভাবনা- উরুগুয়ে-৭০ শতাংশ। উরুগুয়ে-৩৪ শতাংশ। ড্র-১০ শতাংশ

দিনের তৃতীয় ম্যাচ- ইংল্যান্ড বনাম ইতালি

গ্রুপ অফ ডেথের ম্যাচে মহারণ। মানাউসের মাঠে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি। রয় হজসনের তরুণ ব্রিগেডের লড়াই সিজার প্রানদেলির দলের বিরুদ্ধে। স্টুরিজ, স্টালিংয়ে সামনের বুঁফো, বালোতেলি। ভারতীয় সময় ম্যাচ শুরু রাত সাড়ে তিনটেতে। মানাউসের মাঠ ঘিরে বিতর্কের মধ্যেই রবিবার ভোর রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি।
জয়ের সম্ভাবনা-ইংল্যান্ড-৪০ শতাংশ। ইতালি-৩৫ শতাংশ। ড্র-২৫ শতাংশ

.