সেঞ্চুরির নগ্নতায় ট্রাম্পকে স্বাগত!

Updated By: Jul 18, 2016, 06:56 PM IST
সেঞ্চুরির নগ্নতায় ট্রাম্পকে স্বাগত!

ওয়েব ডেস্ক: নগ্ন প্রতিবাদ! ১০০ জন মহিলা বিবস্ত্র অবস্থায় মার্কিন মুলুকের নিউইয়র্কের রাজপথে নগ্ন হয়ে প্রতিবাদ জানালেন, আর এই ঘটনাতেই বিতর্ক ছড়িয়েছে গোটা আমেরিকায়। সামনেই আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন। চিরাচরিত ভাবেই এবারও দুই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। দ্বিদল শাসিত মার্কিন মুলুকে এবার লড়াইয়ে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন। চলছে লাগাতার প্রচার। দেশব্যাপী প্রচারে, একাধিকবার বিতর্কে নাম জড়িয়েছে মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কখনও মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য তো কখনও ব্যাক্তিগত জীবন, ট্রাম্পের বিতর্কের তালিকায় নতুন সংযোজন 'নগ্ন প্রতিবাদ'। 

১২০ জন কর্মী এক মাসের বেতন বাচিঁয়ে 'বস'কে উপহার দিল তাঁর স্বপ্নের গাড়ি

বিবস্ত্র হয়ে হাতে আয়না নিয়ে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের স্থান ক্লিভল্যান্ডে এই প্রতিবাদ সংঠিত করেছেন প্রতিবাদীরা, যেখানে ওই কনভেনশনে উপস্থিত হওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের। সংখ্যালঘু নারীরাই এই প্রতিবাদে নিজেদের সামিল করেছেন।

 

.