বাবার ছোঁড়া গুলিতে হত ১৪ বছরের ছেলে

দুর্ভাগ্যজনক দুর্ঘটনা বোধহয় একেই বলে। ফ্লোরিডার উইলিয়াম ব্রুমবাই পিস্তল হাতে প্র্যাকটিশ করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর পিস্তল থেকে কিছুতেই গুলি বের হচ্ছিল না। উইলিয়াম পিস্তুলটা ঠিক করার চেষ্টা চালিয়ে যান। উইলিয়ামের কাজ দেখতে সামনে এসে দাঁড়ায় তিন ছেলে।

Updated By: Jul 5, 2016, 10:16 AM IST
বাবার ছোঁড়া গুলিতে হত ১৪ বছরের ছেলে

ওয়েব ডেস্ক: দুর্ভাগ্যজনক দুর্ঘটনা বোধহয় একেই বলে। ফ্লোরিডার উইলিয়াম ব্রুমবাই পিস্তল হাতে প্র্যাকটিশ করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর পিস্তল থেকে কিছুতেই গুলি বের হচ্ছিল না। উইলিয়াম পিস্তুলটা ঠিক করার চেষ্টা চালিয়ে যান। উইলিয়ামের কাজ দেখতে সামনে এসে দাঁড়ায় তিন ছেলে।

উইলিয়ামের পিস্তল থেকে হঠাত্‍ই গুলি ছিটকে যায়। বাবার বন্দুক থেকে ছোঁড়া গুলি এসে লাগে তিন ছেলের গায়ে। সঙ্গে সঙ্গে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারা যায় উইলিয়ামের ১৪ বছরের ছেলে। ২৪ ও ১২ বছরের বাক দুই ছেলে অবশ্য মারাত্মক চোট পেলেও আপাতত সুস্থ আছে। প্রাথমিত তদন্তের পর পুলিস বুঝতে পারে ঘটনাটা নেহাতই দুর্ভাগ্যজনক।    

Tags:
.