বিশ্বের ৩০টি প্রগতিশীল শহর কোনগুলি, জেনে নিন

বিশ্বের প্রগতিশীল ৩০টি শহরের শীর্ষে স্থান করে নিয়েছে বেঙ্গালুরু। তালিকায় জায়গা পেয়েছে আরও ৫টি ভারতীয় শহর। হায়দরাবাদ, পুনে, চেন্নাই, দিল্লি ও মুম্বাই। ভারত রীতিমত টেক্কা দিয়েছে চিনকে। শহরগুলির প্রযুক্তিগত পরিবর্তন, জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকাঠামো উন্নয়ন ও গ্লোবাল কানেকটিভিটি বা বিশ্বের সঙ্গে সংযোগের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই তালিকা।

Updated By: Jan 20, 2017, 06:59 PM IST
বিশ্বের ৩০টি প্রগতিশীল শহর কোনগুলি, জেনে নিন

ওয়েব ডেস্ক : বিশ্বের প্রগতিশীল ৩০টি শহরের শীর্ষে স্থান করে নিয়েছে বেঙ্গালুরু। তালিকায় জায়গা পেয়েছে আরও ৫টি ভারতীয় শহর। হায়দরাবাদ, পুনে, চেন্নাই, দিল্লি ও মুম্বাই। ভারত রীতিমত টেক্কা দিয়েছে চিনকে। শহরগুলির প্রযুক্তিগত পরিবর্তন, জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকাঠামো উন্নয়ন ও গ্লোবাল কানেকটিভিটি বা বিশ্বের সঙ্গে সংযোগের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই তালিকা।

সম্পূর্ণ তালিকা:

১) বেঙ্গালুরু
২) হো চি মিন সিটি
৩) সিলিকন ভ্যালি
৪) সাংহাই
৫) হায়দরাবাদ
৬) লন্ডন
৭) অস্টিন
৮) হ্যানোই
৯) বস্টন
১০) নাইরোবি
১১) দুবাই
১২) মেলবোর্ন

১৩) পুনে
১৪) নিউ ইয়র্ক
১৫) বেজিং
১৬) সিডনি

১৭) চেন্নাই
১৮) প্যারিস
১৯) ম্যানিলা
২০) সিয়াটেল
২১) সান ফ্রান্সিসকো
২২) শেনঝেন

২৩) দিল্লি
২৪) রালেইঘন-ডারহাম
২৫) মুম্বই
২৬) হ্যাংঝৌউ
২৭) লস অ্যাঞ্জেলস
২৮) ডাবলিন
২৯) নানজিং
৩০) স্টকহোম

আরও পড়ুন, এপ্রিল ফুলেই দামি হচ্ছে রেল টিকিট, মোবাইল বিল, রেস্তরাঁয় ডিনার

.