৭৫ সাংবাদিক খুন

এ এক অদ্ভুত সময়। কালান্তরের সময়ের সরণী বেয়ে হাঁটতে হাঁটতে পৃথিবীর বয়স বাড়ছে। আদিম সভ্যতা থেকে গোটা সমাজ এখন আধুনিক থেকে আরও আধুনিক সভ্যতার দিকে নিজের অভিমুখ রেখে এগিয়ে যাচ্ছে। যুগের বদলের সঙ্গে সঙ্গেই সমান্তরাল ভাবেই বদলে যাচ্ছে মানুষ। শান্তির পায়রা আকাশে উড়ছে ঠিকই, বাতাস বিষায়িত হয়েছে বারুদ গন্ধে। বাড়ছে বর্বরতা। প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি ঘণ্টায় রক্তাক্ত হচ্ছে কলম, মৃত্যু হচ্ছে কলমচিদের। পুড়েছে ক্যামেরা, ভেঙেছে নিউজ বুম। প্রাণ যাচ্ছে সাংবাদিকদের। চলতি বছরে (২০১৬) খবর সংগ্রহ করতে গিয়ে গোটা পৃথিবীতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৫ জন সাংবাদিক। 

Updated By: Dec 20, 2016, 04:22 PM IST
৭৫ সাংবাদিক খুন

ওয়েব ডেস্ক: এ এক অদ্ভুত সময়। কালান্তরের সময়ের সরণী বেয়ে হাঁটতে হাঁটতে পৃথিবীর বয়স বাড়ছে। আদিম সভ্যতা থেকে গোটা সমাজ এখন আধুনিক থেকে আরও আধুনিক সভ্যতার দিকে নিজের অভিমুখ রেখে এগিয়ে যাচ্ছে। যুগের বদলের সঙ্গে সঙ্গেই সমান্তরাল ভাবেই বদলে যাচ্ছে মানুষ। শান্তির পায়রা আকাশে উড়ছে ঠিকই, বাতাস বিষায়িত হয়েছে বারুদ গন্ধে। বাড়ছে বর্বরতা। প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি ঘণ্টায় রক্তাক্ত হচ্ছে কলম, মৃত্যু হচ্ছে কলমচিদের। পুড়েছে ক্যামেরা, ভেঙেছে নিউজ বুম। প্রাণ যাচ্ছে সাংবাদিকদের। চলতি বছরে (২০১৬) খবর সংগ্রহ করতে গিয়ে গোটা পৃথিবীতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৫ জন সাংবাদিক। 

তালিকাটা এমন- 

সিরিয়া- ১১
মেক্সিকো- ৯
ইরাক- ৭
ইয়েমেন- ৫
আফগান- ৩
ব্রাজিল- ৩
লিবিয়া- ৩
গুয়েতেমালা- ২
ভারত- ২
পাকিস্তান- ২ 

 

এত না হয় গেল এক বছরের পরিসংখ্যান। গোটা একদশকে কতজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, জানেন? ৭৭০ জন।  

২০১৫- ১১০ জন
২০১৪- ৬ জন
২০১৩- ৭১ জন
২০১২- ৮৭ জন 
২০১১- ৬৭ জন 
২০১০- ৫৮ জন 
২০০৯- ৭৫ জন 
২০০৮- ৬০ জন 
২০০৭- ৮৭ জন 
২০০৬- ৮৫ জন
২০০৫- ৬৪ জন 

.