ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের হামলায় হত তিন

গ্রীনউড হল ইন্ডিয়ানাপোলিসের একটি দক্ষিণ শহরতলী যেখানে জনসংখ্যা প্রায় ৬০,০০০। মেয়র মার্ক মায়ার্স বলেন "এই ট্র্যাজেডি আমাদের কমিউনিটির মূলে আঘাত করেছে।"

Updated By: Jul 18, 2022, 09:06 AM IST
ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের হামলায় হত তিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার ইন্ডিয়ানা মলে রবিবার সন্ধ্যায় একটি ফুড কোর্টে ফের বন্ধুকবাজের হামলার ঘটনা ঘটেছে।  রাইফেলধারী এক ব্যক্তি সেখানে গুলি চালায়। অন্যদিকে এরপরেই একজন সাধারণ নাগরিক তাকে গুলি করে হত্যা করে। পুলিস জানিয়েছে ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছে।

গ্রিনউড পুলিস বিভাগের প্রধান জিম আইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে।

একজন সশস্ত্র নাগরিক ওই বন্দুকবাজকে হত্যা করেছে। এই কথা জানিয়েছে ইসন। মোট চারজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানান তিনি।

অফিসাররা সন্ধ্যা ৬টার সময় মলে পৌঁছান। কর্তৃপক্ষ অন্য কোনও আহত আছেন কিনা তা খুঁজে দেখার জন্য মলে অনুসন্ধান চালিয়েছে। যদিও তারা জানিয়েছেন যে শুটিংটি শুধুমাত্র ফুড কোর্টে হয়েছিল।

আইসন বলেন, ফুড কোর্টের কাছের একটি বাথরুমে থেকে একটি সন্দেহজনক ব্যাকপ্যাক বাজেয়াপ্ত করেছে পুলিস।

আরও পড়ুন: Viral: ঠিক যেন দিওয়ার, বুলেট ঠেকিয়ে সেনার প্রাণ বাঁচাল আইফোন

ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ এবং একাধিক সংস্থা তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে।

ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিস প্রধান ক্রিস বেইলি বলেছেন, "আমাদের দেশে এরকম আরেকটি ঘটনার কারণে আমরা দুঃখিত।"

গ্রীনউড হল ইন্ডিয়ানাপোলিসের একটি দক্ষিণ শহরতলী যেখানে জনসংখ্যা প্রায় ৬০,০০০। মেয়র মার্ক মায়ার্স বলেন "এই ট্র্যাজেডি আমাদের কমিউনিটির মূলে আঘাত করেছে।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.