অজগরের পেটে আস্ত মানুষ!

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার প্রৌঢ়ার খোঁজে চিরুনি তল্লাসি চালায় কমপক্ষে একশো গ্রামবাসী। মহিলার চপ্পল উদ্ধার হওয়ার ৩০ফুটের মধ্যে ওই সাপটিকে দেখা যায়

Updated By: Jun 16, 2018, 07:43 PM IST
অজগরের পেটে আস্ত মানুষ!
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: বিরল ঘটনা! ৫৪ বছর বয়সী এক প্রৌঢ়াকে আস্ত গিলে ফেলল অজগর। এমনই খবর মিলল ইন্দোনেশিয়ার মুনাদ্বীপে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ওয়া তিবা নামে ওই প্রৌঢ়া। মৃতার পরিজনের জানাচ্ছেন, বাগানে কাজ করতে গিয়েছিলেন ওয়া। তারপর থেকেই কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর।

আরও পড়ুন- চিনা পণ্যে ফের বাড়তি আমদানি শুল্ক বসালো মার্কিন যুক্তরাষ্ট্র

হামকা নামে এক পুলিস অফিসার জানাচ্ছেন, বাগানের মধ্যে ২৩ ফুট লম্বা এক অজগরকে দেখতে পান স্থানীয়রা। মরার মতো সাপটি শুয়ে থাকায় সন্দেহ হয় তাঁদের। অনুমানের বশেই সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেয় ওই মহিলার পরিজনেরা। তাঁদের অনুমান যে অহেতু নয়, পেট কাটার পরই বোঝা যায়। একেবারে অবিকৃত অবস্থায় ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার হয় বলে দাবি পুলিসের।

Photo: @Rezaprztya / TWITTER

আরও পড়ুন- জিনপিংয়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তা কিমের

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার প্রৌঢ়ার খোঁজে চিরুনি তল্লাসি চালায় কমপক্ষে একশো গ্রামবাসী। মহিলার চপ্পল উদ্ধার হওয়ার ৩০ফুটের মধ্যে ওই সাপটিকে দেখা যায়। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সে প্রায়শই  গবাদি পশু খেতে দেখা যায় অজগরকে। কিন্তু কোনও মানুষকে এভাবে আস্ত গিলে ফেলার ঘটনা বিরল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর মার্চে সুলাওয়েসি দ্বীপে এমন এক অজগরের খপ্পরে পড়ে প্রাণ হারান এক জন।

আরও পড়ুন- ফাদার্স ডে-তে কিমকে ফোন করবেন ডোনাল্ড ট্রাম্প!

.