মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের সম্মান জানাল বাংলাদেশ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এমন ৬০ জন বিদেশি ব্যক্তিত্বকে সম্মান জানাল বাংলাদেশ। সম্মানিতদের তালিকায় রয়েছে অনেক ভারতীয়র নামও। সম্মান প্রদান করা হয়েছে দুটি প্রতিষ্ঠানকেও। মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানপ্রাপক এবং তাঁদের পরিবারের হাতে সম্মানপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পাশাপাশি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে অন্যান্য দেশের সহযোগিতা চান তিনি।

Updated By: Dec 15, 2012, 09:41 PM IST

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এমন ৬০ জন বিদেশি ব্যক্তিত্বকে সম্মান জানাল বাংলাদেশ। সম্মানিতদের তালিকায় রয়েছে অনেক ভারতীয়র নামও। সম্মান প্রদান করা হয়েছে দুটি প্রতিষ্ঠানকেও। মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানপ্রাপক এবং তাঁদের পরিবারের হাতে সম্মানপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পাশাপাশি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে অন্যান্য দেশের সহযোগিতা চান তিনি।
সালটা ১৯৭১। প্রতিবেশী রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের লড়াইয়ে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল এপার বাংলা। কেউ গণসঙ্গীতের মাধ্যমে, কেউ কণ্ঠস্বর দিয়ে, কেউ কলমের কষাঘাতে, কেউ আবার চলচ্চিত্রকে হাতিয়ার করে গর্জে উঠেছিলেন প্রতিবাদে। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া হাজার হাজার সৈনিককে যা সেদিন বাড়তি অক্সিজেন জুগিয়েছিল। এপার বাংলার সেই অবদান ভোলেনি ওপার বাংলা। বিজয় দিবস উপলক্ষে শনিবার বাংলাদেশ সরকারের তরফে সম্মান জানানো হল এমনই কয়েকজন বিশিষ্ট ভারতীয়কে। চতুর্থ পর্যায়ের এই সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন, কমিউনিস্ট নেত্রী ইলা মিত্র, গণসঙ্গীতের প্রবাদপুরুষ সলিল চৌধুরী, কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, শিল্পী মকবুল ফিদা হুসেন, রাজনীতিক এ কে গোপালন, আবদুল গণি খান চৌধুরী, সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালক কল্যাণজী-আনন্দজী, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস প্রমুখ। সম্মানিত করা হয়েছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার ডাব্লিউ এ এস ওডারল্যান্ডকে। সম্মানপ্রাপক এবং তাঁদের পরিবারের হাতে সম্মানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান অম্লান হয়ে থাকবে। 
 
প্রথম পর্বে বাংলাদেশের সর্বোচ্চ স্বাধীনতা সম্মান দেওয়া হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। গত বছর ২৫ জুলাই বাংলাদেশে গিয়ে সেই সম্মানপত্র গ্রহণ করেছিলেন সোনিয়া গান্ধী। দ্বিতীয় পর্বে এ বছরের ২৭ মার্চ ৮৩ জন বিদেশির হাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা তুলে দেওয় হয়। তৃতীয় পর্বে গত ২০ অক্টোবর সম্মানপত্র তুলে দেওয়া হয় ৮৮ জন বিদেশির হাতে। 

.