ফেডারেল রিজার্ভ উড়িয়ে দেওয়ার ছকে গ্রেফতার বাঙালি

গত জুলাই থেকে এফবিআইয়ের নজরবন্দি ছিল নাফিস। গতকাল নিউ ইর্য়কে মার্কিন ফেডারেল রিজার্ভের বাইরে বিস্ফোরক বোঝাই ভ্যান রাখে সে। ফেডারাল রিজার্ভে বিস্ফোরণের ছক কষে আসলে এফবিআইয়ের পাতা ফাঁদেই পা দেয় নাফিস। এরপর পাশের একটি হোটেল থেকে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশে ভ্যানে রাখা সেলফোনে ফোন করতে থাকে নাফিস। ছদ্মবেশি এফবিআই গোয়েন্দারা নাফিসকে নকল বিস্ফোরক দিয়েছিলেন। ফলে অল্পের জন্য বড় ধরনের বিভ্রাট এড়ানো গেছে।

Updated By: Oct 18, 2012, 08:35 PM IST

বড় ধরনের নাশকতার ছক ফাঁস করল মার্কিন পুলিস। মার্কিন ফেডারেল রিজার্ভ উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। একুশ বছর বয়সি কাজি মহম্মদ রিজয়ানুল এহসান নাফিসের বিরুদ্ধে বিধ্বংসী অস্ত্রের ব্যবহার এবং আল কায়দার সঙ্গে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
গত জুলাই থেকে এফবিআইয়ের নজরবন্দি ছিল নাফিস। গতকাল নিউ ইর্য়কে মার্কিন ফেডারেল রিজার্ভের বাইরে বিস্ফোরক বোঝাই ভ্যান রাখে সে। ফেডারাল রিজার্ভে বিস্ফোরণের ছক কষে আসলে এফবিআইয়ের পাতা ফাঁদেই পা দেয় নাফিস। এরপর পাশের একটি হোটেল থেকে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশে ভ্যানে রাখা সেলফোনে ফোন করতে থাকে নাফিস। ছদ্মবেশি এফবিআই গোয়েন্দারা নাফিসকে নকল বিস্ফোরক দিয়েছিলেন। ফলে অল্পের জন্য বড় ধরনের বিভ্রাট এড়ানো গেছে। 

.