ইতালিতে পুলিসের গুলিতে নিহত বার্লিনে জঙ্গি হামলার পান্ডা

সোমবার রাত থেকে তার খোঁজ চলছিল। শুক্রবার ভোররাতে পুলিসের গুলিতে নিহত হল সে। বার্লিনে জঙ্গি হামলার পাণ্ডা আনিস আমরির মৃত্যু হল মিলানে। রাত তিনটে নাগাদ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আনিসের কাছে পরিচয়পত্র দেখতে চায় পুলিস। উল্টে সে গুলি চালাতে শুরু করে। আহত হন ওই পুলিসকর্মী। পরে গুলিযুদ্ধে নিহত হয় আনিস।

Updated By: Dec 23, 2016, 09:04 PM IST
ইতালিতে পুলিসের গুলিতে নিহত বার্লিনে জঙ্গি হামলার পান্ডা

ওয়েব ডেস্ক : সোমবার রাত থেকে তার খোঁজ চলছিল। শুক্রবার ভোররাতে পুলিসের গুলিতে নিহত হল সে। বার্লিনে জঙ্গি হামলার পাণ্ডা আনিস আমরির মৃত্যু হল মিলানে। রাত তিনটে নাগাদ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আনিসের কাছে পরিচয়পত্র দেখতে চায় পুলিস। উল্টে সে গুলি চালাতে শুরু করে। আহত হন ওই পুলিসকর্মী। পরে গুলিযুদ্ধে নিহত হয় আনিস।

তার পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত বলে জানিয়েছে ইতালি সরকার। মিলান পুলিসের তত্‍পরতাকে স্বাগত জানিয়েছে জার্মানি। সোমবার রাতে বড়দিনের কেনাকাটার সময় বার্লিনের বাজারে ট্রাক নিয়ে ঢুকে পড়ে আনিস আমরি। চাকার নীচে পিষে দেয় বারো জনকে। আহত হন প্রায় পঞ্চাশ জন।

শুরুতে এক পাক শরণার্থীকে ধরা হলেও পরে তাঁকে ছেড়ে দিয়ে আসল অপরাধী আনিসের খোঁজ শুরু করে জার্মান পুলিস। আশপাশের সব দেশকেও সতর্ক করে দেওয়া হয়। জার্মানিতে হামলার প্রায় তিন দিন পর ইতালিতে পুলিসের গুলিতে নিহত হল আনিস।

আরও পড়ুন, জঙ্গিদের এক নম্বর টার্গেট এখন ইউরোপ

.