ডোক লা ইস্যুতে ভুটানের বয়ানে ফের ব্যাকফুটে চিন

Updated By: Aug 10, 2017, 06:18 PM IST
ডোক লা ইস্যুতে ভুটানের বয়ানে ফের ব্যাকফুটে চিন

ওয়েব ডেস্ক: ডোক লা ইস্যুতে ভুটানের বয়ানে ফের ব্যাকফুটে চিন। তাদের নাম করে চিন মিথ্যে বলছে বলে দাবি করে বৃহস্পতিবার দেশটির তরফে জানানো হয়, ‘ডোক লা ভুটানের অংশ নয় এমন কথা কখনো বলেনি থিম্পু।’

বুধবার চিনের তরফে দাবি করা হয়, ভুটান কূটনৈতিক পথ ব্যবহার করে তাদের জানিয়েছে, ডোক লা তাদের ভূখণ্ডের অংশ নয়। চিনের সীমান্ত ও মহাসাগর বিষয়ক দফতরের ডেপুটি ডিরেক্টর ওয়াং ওনেলির এই দাবিতে শোরগোল পড়ে নয়া দিল্লিতে। তবে তাঁর দাবি প্রতিষ্ঠা করতে কোনও প্রমাণ পেশ করতে পারেননি ওয়াং।

আরও পড়ুন- ডোকালা থেকে ভারত সেনা না সরালে সামরিক অভিযান অবশ্যম্ভাবী : চিনা সংবাদপত্র

চিনের এই দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার সংবাদসংস্থা ANI-এর তরফে ভুটান সরকারকে ফোনে ‌যোগা‌যোগ করা হলে জানানো হয়, ডোক লা নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ভুটান। ২৯ জুলাই এই ইস্যুতে তাদের অবস্থান বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে থিম্পু। তার থেকে এক চুলও সরেনি তারা।

গত ২৯ জুলাই জারি ওই বিবৃতিতে জানানো হয়, ভুটানের ভূখণ্ডের মধ্যে চিনের রাস্তা তৈরি সরাসরি ভাবে চুক্তিভঙ্গের সামিল। চিনের এই পদক্ষেপ দু’দেশের সীমান্ত চিহ্নিত করার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।

.