বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটস, ভারতের মুকেশ আম্বানি, তালিকায় ৮৪ ভারতীয়, জুকারবার্গ ছয়ে
সম্প্রতি প্রকাশিত হল বিশ্বে সবথেকে ধনী মানুষদের তালিকা। এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ২০১৬ সালে গোটা বিশ্বের মোট ১ হাজার ৮১০ জন মানুষের লম্বা তালিকা প্রকাশ করা হয়েছে যাদের বর্তমান সম্পত্তি অন্তত পক্ষে ১০০ কোটির বেশি। ২০১৫ সালে সংখ্যাটা ছিল ১ হাজার ৮২৬ জন। এই তালিকায় এক নম্বরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ভারতের ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি রয়েছেন ভারতের মধ্যে প্রথম। গোটা তালিকায় ভারতের রয়েছেন ৮৪ জন। ভারতের হয়ে আরও যারা আছেন-ফার্মা ম্যাগনেট দিলিপ সাংভি (৪৪ নম্বর স্থান), উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি (৫৫ নম্বর স্থানাধিকারী), HCL-এর যুগ্ম প্রতিষ্ঠাতা শিব নদর (৮৮ নম্বর)। বিশ্বের ১০০ বিলিয়নিয়ারের তালিকায় এই চারই স্থান পেয়েছেন।
ওয়েব ডেস্ক: সম্প্রতি প্রকাশিত হল বিশ্বে সবথেকে ধনী মানুষদের তালিকা। এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ২০১৬ সালে গোটা বিশ্বের মোট ১ হাজার ৮১০ জন মানুষের লম্বা তালিকা প্রকাশ করা হয়েছে যাদের বর্তমান সম্পত্তি অন্তত পক্ষে ১০০ কোটির বেশি। ২০১৫ সালে সংখ্যাটা ছিল ১ হাজার ৮২৬ জন। এই তালিকায় এক নম্বরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ভারতের ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি রয়েছেন ভারতের মধ্যে প্রথম। গোটা তালিকায় ভারতের রয়েছেন ৮৪ জন। ভারতের হয়ে আরও যারা আছেন-ফার্মা ম্যাগনেট দিলিপ সাংভি (৪৪ নম্বর স্থান), উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি (৫৫ নম্বর স্থানাধিকারী), HCL-এর যুগ্ম প্রতিষ্ঠাতা শিব নদর (৮৮ নম্বর)। বিশ্বের ১০০ বিলিয়নিয়ারের তালিকায় এই চারই স্থান পেয়েছেন।
এছাড়াও ভারতের যারা রয়েছেন-
১৩৫ নম্বরে লক্ষী মিত্তল।
২১৯ নম্বরে ভারতী এয়ারটেলের মালিক সুনীল মিত্তল।
৪৫৩ নম্বরে গৌতম আদানী এবং সবিত্রী জিন্দাল।
বজাজ গ্রুপের মালিক রাহুল বজাজ রয়েছেন ৭২২ নম্বরে।
ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণ মুর্তি রয়েছেন ৯৫৯ নম্বরে।
বিশ্বের ধনকুবেরদের প্রথম ৫-
১. বিল গেটস
২. অ্যামানিকো ওর্তেগা। স্প্যানিশ এই ধনকুবের ইউরোপের সবথেকে ধনী মানুষ।
৩.ওয়ারেন বাফেল্ট।
৪.ম্যাক্সিকান বিলিয়নিয়ার কার্লোস স্লিম হেলু।
৫.অ্যামাজনের কর্ণধার জেফ বেজস।
উল্লেখ্য, এববছর বিশ্ব বিলিয়নিয়ারদের তালিকায় ১৬ থেকে ৬ নম্বরে উঠে এসছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। বিশ্বের ধনকুবেরদের যিনি ১৯ বছর বয়সেই টেক্কা দিয়েছেন, অ্যালেক্সন্ড্রা অ্যান্ডারসন।