পাকিস্তানের পারাচিনারে আত্মঘাতী বিস্ফোরণে মৃত কমপক্ষে ২২

আজ সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাক-আফগান সীমান্ত শহর পারাচিনার। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের সংখ্যা কমপক্ষে ২২। আহত বহু। স্থানীয় সমস্ত হাসপাতালে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।

Updated By: Mar 31, 2017, 04:13 PM IST
পাকিস্তানের পারাচিনারে আত্মঘাতী বিস্ফোরণে মৃত কমপক্ষে ২২

ওয়েব ডেস্ক : আজ সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাক-আফগান সীমান্ত শহর পারাচিনার। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের সংখ্যা কমপক্ষে ২২। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা। স্থানীয় সমস্ত হাসপাতালে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।

একটি বাজার এলাকায় বিস্ফোরণটি ঘটে। পেশোয়ার থেকে বিস্ফোরণস্থলের দূরত্ব মেরেকেটে ২৫০ কিলোমিটার। খুররম উপত্যকার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত পারাচিনার। সাম্প্রতিক কালে আফগান সীমান্ত এলাকা খুররম পর পর বেশ কয়েকবার সন্ত্রাসের শিকার হয়। জঙ্গি দমনে পাক সেনাও বার বার এই এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন, সমুদ্রের গভীরে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে 'স্বপ্ন তরী' টাইটানিক!

.