ফের রক্তাক্ত কাবুল, দিনভর বিস্ফোরণে মৃত্যু ২০ জনের

খোস্ত প্রদেশের সরকারি মুখপাত্র বাসির বিনা জানিয়েছেন, নমাজ শেষ করে মসজিদের সামনে জড়ো হয়েছিলেন বেশ কিছু মানুষ

Updated By: May 6, 2018, 07:26 PM IST
ফের রক্তাক্ত কাবুল, দিনভর বিস্ফোরণে মৃত্যু ২০ জনের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ফের বিস্ফোরণ কাবুলে। রবিবার বিকেলে খোস্ত প্রদেশে এক মসজিদের সামনে বিস্ফোরণ হয়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত ৩১ জন।

আরও পড়ুন- প্রকাশ্যে এল ব্রিটেনের খুদে রাজপুত্তুরের প্রথম ছবি

খোস্ত প্রদেশের সরকারি মুখপাত্র বাসির বিনা জানিয়েছেন, নমাজ শেষ করে মসজিদের সামনে জড়ো হয়েছিলেন বেশ কিছু মানুষ। সেখানেই বিস্ফোরণ ঘটানো হয়। তবে, এই বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার করেনি বলে দাবি বিনার। অক্টোবরে আফগানিস্তানের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে তালিবান জঙ্গিগোষ্ঠী বলে অভিযোগ আসরাফ ঘানি সরকারের।

আরও পড়ুন- আফগানিস্থানে অপহৃত ৭ ভারতীয়

প্রসঙ্গত, গত সপ্তাহেই কাবুলে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৬০ জনের। এরমধ্যে ছিলেন একাধিক সাংবাদিকও। এই বিস্ফোরণের দায় স্বীকার করে আইএস জঙ্গিগোষ্ঠী। রবিবার সকালে ফারয়াব প্রদেশে আরও একটি বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যাত্রীবাহী গাড়িতে বিস্ফোরণ হয় বলে জানিয়েছে ফারয়াব পুলিস।  

আরও পড়ুন- হাওয়াই দ্বীপে অগ্ন্যুত্পাত অব্যাহত, গিলে খাচ্ছে জনপদশূন্য বসতবাড়ি

.