ব্রিক্স-এ উন্নয়ন-শান্তির পক্ষে সওয়াল, পাক সন্ত্রাসের কথা এড়িয়ে গেলেন মোদী
ওয়েব ডেস্ক: চিনে ব্রিক্স সম্মেলনের প্লেনারি সেশনে উন্নয়ন ও শান্তির পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা ছিল এই উপমহাদেশে পাক সন্ত্রাস নিয়ে সরব হবেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের সমস্যা সমাধানের জন্য ব্রিক্সের দেশগুলিকে একসঙ্গে কাজ করতে হবে। ব্রিক্স আওতাভূক্ত দেশগুলির মধ্যে বোঝাপাড়া বাড়ায় আমি খুশি। এই কাজ আরও বাড়াতে হবে।
NDB has started disbursing loans in pursuit to mobilize sources of infrastructure and sustainable development in BRICS countries: PM Modi pic.twitter.com/hAgP4Wazcl
— ANI (@ANI) September 4, 2017
এদিকে, ব্রিক্স সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠকের বিষয়টি এখনও অনিশ্চিত। কারণ প্লেনানি সেশনের শেষে প্রধানমন্ত্রীর রাশিয়া ও ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হওয়ার কথা।
আরও পড়ুন-ভারতীয় দলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর