ফের নাশকতার আশঙ্কা, ব্রিটেন জুড়ে জারি রেড অ্যালার্ট

ম্যাঞ্চেস্টারে পপ কনসার্টে আত্মঘাতী হানার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের নাশকতার ছায়া ব্রিটেনে। বিভিন্ন কনসার্ট, স্টেডিয়াম এবং অন্যান্য পাবলিক ইভেন্টে পুলিসের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে সেনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র নির্দেশে সর্বোচ্চ সতর্কতা জারি দেশজুড়ে।

Updated By: May 24, 2017, 03:49 PM IST
ফের নাশকতার আশঙ্কা, ব্রিটেন জুড়ে জারি রেড অ্যালার্ট

ওয়েব ডেস্ক : ম্যাঞ্চেস্টারে পপ কনসার্টে আত্মঘাতী হানার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের নাশকতার ছায়া ব্রিটেনে। বিভিন্ন কনসার্ট, স্টেডিয়াম এবং অন্যান্য পাবলিক ইভেন্টে পুলিসের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে সেনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র নির্দেশে সর্বোচ্চ সতর্কতা জারি দেশজুড়ে।

টেমসের তীর এখন সেনায় ছয়লাপ। পরিস্থিতি পর্যালোচনায় নিরাপত্তা বিষয়ক দফতরের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। এরপরই কার্যত রেড অ্যালার্ট জারি করা হয়। মনে করা হচ্ছে, ম্যানচেস্টার এরিনায় কনসার্টে হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। হামলাকারীও একা নয়, বরং বড়সড় নেটওয়ার্কের অংশ বলে মত ব্রিটিশ গোয়েন্দাদের। এই আশঙ্কা মোটেই হালকাভাবে নিচ্ছে না থেরেসা মে প্রশাসন। এই অবস্থায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়তি সতর্কতা জারি করল প্রশাসন।

আরও পড়ুন, সিয়াচেন হিমবাহের উপর পাক যুদ্ধ বিমান?

.