স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করল কাতালুনিয়া

Updated By: Oct 27, 2017, 10:45 PM IST
স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করল কাতালুনিয়া

সংবাদ সংস্থা : স্পেনের অধীন থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করল কাতালোনিয়া। শুক্রবার তাদের আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কাতালোনিয়া। ১৩৫ আসনের পার্লামেন্টে স্বাধীনতার স্বপক্ষে ভোট পড়ে ৭০টি। অন্যদিকে বিপক্ষে ভোট পড় ১০টি। ২টি ভোটকে বাতিল বলে ঘোষণা করা হয়। বিরোধীরা আগেই ওয়াকআউট করায়, তারা ভোটাভুটিতে অংশ নেননি।

সকাল থেকেই স্বাধীনতার স্বাদ পেতে পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। অবশেষে বেলা বাড়তেই শুরু হয় স্বঘোষিত ভোটাভুটি। ফল তাদের পক্ষে যাচ্ছে দেখেই আনন্দে ফেটে পড়েন কাতালোনিয়ার বাসিন্দারা। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করার পাশাপাশি কাতালোনিয়াকে স্বাধীন ঘোষণা করেন চার্লস পুইগডিমন্ট। যদিও, তাঁর আশঙ্কা মাদ্রিদ জোর করে তাদের কাছ থেকে ক্ষমতা দখল করার চেষ্টা করবে।

আরও পড়ুন- ''সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নইলে আমরা অন্য কৌশল প্রয়োগ করব''

অন্যদিকে তাঁর এই আশঙ্কাকে সত্যি প্রমাণ করেই শুক্রবারই স্পেনের সেনেট, সরকারকে সংবিধান প্রয়োগ করে ফের কাতালোনিয়ার দখল নিজেদের হাতে নেওয়ার ছাড়পত্র দিয়েছে। ফলে, আবারও কাতালোনিয়া স্পেন সরকারের অধীনে চলে যেতে পারে বলেই আশঙ্কা।

প্রসঙ্গত, কাতালোনিয়ার মতো ১৬টি স্বশাসিত অঞ্চল রয়েছে স্পেনে। 

.