বিপিন রাওয়াতের 'জোড়া ‌যুদ্ধ'‍ মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানাল চিন

Updated By: Sep 7, 2017, 04:17 PM IST
বিপিন রাওয়াতের 'জোড়া ‌যুদ্ধ'‍ মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানাল চিন

ওয়েব ডেস্ক: সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানাল পড়শি চিন। চিনের তরফে জানানো হয়েছে, সেনাপ্রধানের মন্তব্য জিনপিং - মোদী বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বিরোধী। 

বুধবার সেনাপ্রধান বিপিন রাওয়াত বলে, 'ভারতকে একসঙ্গে জোড়া ‌যুদ্ধ লড়ার জন্য তৈরি থাকতে হবে। শুধু সেনা নয়, তৈরি থাকতে হবে দেশবাসীকেও। উত্তর সীমান্তে চিন ক্রমশ ভারতীয় ভূখণ্ড দখল করে আমাদের ধৈ‌র্যের পরীক্ষা নিচ্ছে। আর চিনের সঙ্গে ‌যুদ্ধে জড়ালে তার সুবিধা নেওয়ার চেষ্টা করবে পাকিস্তানও।'‍ 

আরও পড়ুন - সেনাপ্রধানের বক্তব্যে প্রশ্নের মুখে মোদীর চিন সফরের সাফল্য

বিপিন রাওয়াতের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়ে চিনা সরকারের মুখপাত্র বলেন, 'দু'‍দিন আগে প্রেসিডেন্ট জিনপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে দু'‍দেশের মধ্যে উন্নয়ন ও অগ্রগতির ব্যাপারে কথা বললেন। সেখানে কোনও দ্বিপাক্ষিক ঝুঁকির ব্যাপারে আলোচনা হয়নি। তার পরও কীভাবে একথা বলতে পারেন ভারতীয় সেনাপ্রধান।'‍ চিনা মুখপাত্রের প্রশ্ন, এই ধরণের মন্তব্য করার অধিকার কি ভারতীয় সেনাপ্রধানের রয়েছে?

রাজনৈতিক মহলের মতে, সেনাপ্রধানের মন্তব্যে মোদীর চিন সফরের সাফল্য নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ‌যাতে বেশ অস্বস্তিতে শাসকদল বিজেপি। 

.